

মাউন্ট মঙ্গানুই টেস্ট বাঁচাতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। নিউজিল্যান্ডের দেওয়া ৪৬৩ রানের জবাবে ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষ করেছিল বিনা উইকেটে ৪৩ রানে। কিন্তু শেষ দিনে অলআউট হওয়ার আগে রোস্টন চেজরা আর করতে পারে কেবল ৯৭ রান। আর তাতেই ৩২৩ রানের বিশাল ব্যবধানের জয় পায় কিউইরা। ক্যারিবীয় ইনিংসে ধস নামান জ্যাকব ডাফি। ৫ উইকেট শিকার করেন এই পেসার।
চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। জয় ৪১৯ রান দূরে থাকলেও স্বপ্ন দেখছিল উইন্ডিজ সমর্থকরা। বিশেষ করে উদ্বোধনী জুটি ৮০ রান পার করে ফেলার পর সেই আশা করা তো স্বাভাবিকই। কিন্তু সেই জুটি ভাঙার পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ।
কিংয়ের বিদায়ের পর বোর্ডে রান ৯৮ হতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। জন ক্যাম্পবেল (১৬), কাভেম হজ (০), আলিক অ্যাথানেজ (২)। জাস্টিন গ্রিভস (০)। এই পাঁচজনের তিনজন ফেরেন জ্যাকব ডাফির বলে আর বাকি দুটি উইকেট পান আজাজ প্যাটেল।
যথারীতি হতাশ করেছেন অধিনায়ক রস্টন চেজ। ৫ রান করে ফিরেছেন ডাফির বলেই। ব্যর্থ হয়েছেন শাই হোপ (৩), কেমার রোচ (৪) ও অ্যান্ডারসনও (১০)। ১৩৮ রানে ৯ উইকেট হারানোর পর সেই রানেই জেইডেন সিলস বোল্ড হন ডাফির বলে কোনো রান না করেই। এতে ফাইফার শিকার করেন তিনি। ১৫ রানে অপরাজিত ছিলেন টেভিন ইমলাচ।
তিন ম্যাচের সিরিজে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন ডাফি। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল রিচার্ড হ্যাডলি (৩৩ বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৫) ও ব্রুস টেলর (২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭২)। ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডার তিনি, হয়েছেন সিরিজের সেরা।
মন্তব্য করুন