এবারের বিশ্বকাপ শুরুর আগে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞের মত ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করবে তবে বিশ্বকাপ শুরুর পর তাদের এই অনুমান পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে সেমিফাইনালতো দূরে থাক বলতে গেলে সবার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাটলার-স্টোকসরা। তবে এখনও ইংলিশদের লড়াই শেষ হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য পুনেতে আজ ডাচদের বিপক্ষে জয়ছাড়া অন্য কোন কিছু ভাবার উপায় নেই ইংলিশদের। এরকম সমীকরণে ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ড দলে আছে দুই পরিবর্তন। মার্ক উড এবং লিভিংস্টোনের জায়গায় দলে জায়গা পেয়েছেন হ্যারি ব্রুক এবং গাস অ্যাটকিনসন। এদিকে ডাচ একাদশেও আছে এক পরিবর্তন। জুলফিকারের জায়গায় ফিরেছেন তেজা।
ইংল্যান্ডের একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।
নেদারল্যান্ডস একাদশ
ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।
মন্তব্য করুন