অস্ট্রেলিয়ায় চলছে নারীদের বিগ ব্যাশ ক্রিকেট লিগ। এ প্রতিযোগিতায় পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স ম্যাচ দিয়ে আরও একটি নতুন ধাপ অতিক্রম করেছে ক্রিকেট। ‘ফক্স ইলেক্ট্রিক স্টাম্প’ নামে নতুন একটি আধুনিক প্রযুক্তি চালু করেছে নারী বিগ ব্যাশ। বাইজ গজের সিদ্ধান্ত গ্রহণে আম্পায়ারদের আরও বেশি সাহায্য করবে এই ইলেক্ট্রিক স্টাম্প।
ক্রিকেট মাঠে একটি উইকেটের দুই প্রান্ত নির্দেশক হিসেবে ব্যবহৃত হতো স্টাম্প। কিন্তু নতুন প্রযুক্তির এই স্টাম্প আরও কিছু নতুন দায়িত্ব পালন করবে। চার কিংবা ছক্কা হলেই এলইইডি লাইটের লাল আলোয় জ্বলে উঠবে স্টাম্প।
Some new technology coming into #WBBL09 pic.twitter.com/KDMWQr3lVM
— Weber Women's Big Bash League (@WBBL) November 16, 2023বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি ছাড়াও নো বল কিংবা ওয়াইড বলের ক্ষেত্রেও একটি আকর্ষণীয় লাল আলোর সিগন্যাল দেবে এলইইডি স্টাম্প। এই প্রযুক্তিতে এলইইডি লাইটের লাল আলো সয়ংক্রিয়ভাবে অতিরিক্ত ডেলিভারির সংকেত জানিয়ে দিবে। যা ক্রিকেটের প্রতি দর্শকের মনোযোগ বাড়াতে সাহায্য করবে বলে বিশ্বাসী উদ্ভাবকরা।
‘জিং বেইল’ প্রযুক্তি স্টাম্পে ব্যবহার করায় বিরাট পরিবর্তন এসেছে ক্রিকেট মাঠে। রান আউট ও স্টাম্পিং আউটের সিদ্ধান্ত গ্রহণ একদম সহজ করে দিয়েছে। ‘জিং বেইল’ প্রযুক্তির পর ‘ফক্স ইলেক্ট্রিক স্টাম্প’ প্রযুক্তি ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করবে বলে মত বিশেষজ্ঞদের।
মন্তব্য করুন