ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অন্যতম সফল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ২০২৪ আসরের আগে মিনি নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কাটার মাস্টারকে হলুদ জার্সিতে টেনেছে মহেন্দ সিং ধোনির দল। টুর্নামেন্টে দল পাওয়ার পর জানা গেছে, ৫১ দিনের জন্য আইপিএল খেলোর সুযোগ পাচ্ছেন বাঁহাতি এই পেসার।
সম্প্রতি খুব ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি মুস্তাফিজ। তা সত্ত্বেও নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় নাম লেখান কাটার মাস্টার। শেষ পর্যন্ত নির্ধারিত ভিত্তিমূল্যেই বাঁহাতি পেসারকে দলে ভেড়ায় পাঁচবারের শিরোপা জয়ী চেন্নাই।
আইপিএলের নতুন মৌসুমের আগেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। পুরো আসরে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকার পরও দল পেয়েছেন কাটার মাস্টার। তবে দল পেলেও এবারও পুরো আইপিএলের জন্য ছাড়পত্র পাবেন ‘দ্য ফিজ’।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, একটা নির্দিষ্ট সময়ের জন্য ছাড়পত্র পাবেন মুস্তাফিজ। সেক্ষেত্রে ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে বিসিবি। এই আসরের পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তাই অনেক ভেবেচিন্তে আমরা সিদ্ধান্ত নেব।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লির হয়ে এবার চেন্নাই সুপার কিংসে খেলবেন কাটার মাস্টার। প্রতিযোগিতায় ৪৮টি ম্যাচ থেকে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট ২৩।
মন্তব্য করুন