৩৩ ঘণ্টা আগে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে বাংলাদেশ দলকে। সেই হারের ধকল এবং ম্যাচ খেলার ক্লান্তি নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এশিয়ার অন্যতম পাওয়ার হাউস ভারতের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল।
এ ম্যাচের আগে বাংলাদেশের আসল কাজ ক্লান্তি দূর করা। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয় অজিদের বিপক্ষের ম্যাচ। মাঝে একদিন পেরিয়ে শনিবার স্থানীয় সময় সকালে আবারও নামতে হচ্ছে টাইগারদের।
গত কয়েক বছরে ভিন্ন মাত্রা যোগ হয়েছে দুদেশের লড়াইয়ে। তবে দুদলের দেখায় এগিয়ে ভারত। তবে বড় মঞ্চে রোহিত-কোহলিদের বিপক্ষে প্রায়ই জ্বলে উঠে টাইগাররা। ভারতকে সামনে পেলে যেন বাড়তি আত্মবিশ্বাস পায় বাংলাদেশের ক্রিকেটাররা।
From the Archives: First-ever international match victory against India at Bangabandhu National Stadium, Dhaka in 2004#BCB #Cricket #Bangladesh #CricketMemories pic.twitter.com/8qifqP4c3V — Bangladesh Cricket (@BCBtigers) June 21, 2024
ভারতীয় গণমাধ্যমের দাবি শনিবারও দেখা যেতে পারে এমন কিছু। তাই সব মিলিয়ে বিশ্বকাপে আরও একটা উপভোগ্য ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। এ ম্যাচের আগে ভারতীয়দের মাথা ব্যথার কারণ বিরাট কোহলির ফর্ম।
গ্রুপ পর্বের তিন ম্যাচে (একটি বৃষ্টিতে ভেসে যায়) তার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। সুপার এইটের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন কোহলি। এ ম্যাচে তার ব্যাট না হাসলে সুবিধা টাইগারদেরই।
ভারতের আরেক চিন্তার নাম শিবম দুবে। বোলিং সক্ষমতার কারণে জায়গা হয় ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। তবে প্রত্যাশা মেটাতে ব্যর্থ তিনি। এ দিকে আইপিএল ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপে ঠিকেই জ্বলে উঠেছেন হার্দিক পান্ডিয়া। আফগানদের বিপক্ষে ব্যাট-বল দুই বিভাগে আগ্রাসী ছিলেন তিনি।
আফগান ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে বাড়তি পেসার খেলানোর কথা জানিয়ে ছিলেন রোহিত শর্মা, ‘আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনও পরিবর্তন করতে পারি। মনে হয়েছিল, এই ম্যাচে তিন স্পিনার খেলানো ভালো। তাই খেলিয়েছি। পরের ম্যাচে দরকার পড়লে তিন পেসারও খেলাতে পারি।’
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে হেরে যায় বাংলাদেশ। সেমির আশা টিকিয়ে রাখতে হলে এ ম্যাচের জয়ের বিকল্প নেই শান্ত-তাসকিনদের। তা ভালো করেন জানেন টাইগার দলপতি, ‘পরের দুটো ম্যাচ গুরুত্বপূর্ণ। অনেক কিছু পাওয়ার রয়েছে। যদি দুটো ম্যাচে জিততে পারি, অনেক ভালো পরিস্থিতিতে থাকব। সব ম্যাচ জেতার জন্যই আমরা নামব।’
অ্যান্টিগায় বাংলাদেশ সময় সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি রোহিত শর্মার দল। অন্যদিকে গ্রুপ পর্ব ও সুপার এইটের প্রথমে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এখন দেখা অপেক্ষা, দুদলের লড়াই কতটা রোমাঞ্চ ছড়ায়।
মন্তব্য করুন