স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৪:৩৭ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কোয়ার্টারে মেসিকে নিয়ে দোটানায় স্কালোনি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের জন্য আর্জেন্টিনা জাতীয় দল অনুশীলন শুরু করেছে। ইকুয়েডরের বিরুদ্ধে সেই ম্যাচের জোড়ালো প্রস্তুতির মাঝে সুসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। তাদের দলপতি লিওনেল মেসির অনুশীলনে অংশগ্রহণ আশার আলো জাগিয়েছে। দলটি হিউস্টনে ভ্রমণের আগে, মেসির অনুশীলনে অংশগ্রহণ প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ডান পায়ের রেক্টাস ফেমোরিসে আঘাত থেকে সুস্থ হয়ে উঠছেন লিওনেল মেসি, যা তাকে চিলির বিরুদ্ধে শেষ ম্যাচটি মিস করতে বাধ্য করেছিল। গত কয়েক দিনে তার অবস্থার উন্নতি হয়েছে এবং সোমবার (০১ জুলাই) তিনি মিয়ামিতে তার সতীর্থদের সাথে অনুশীলনে অংশগ্রহণ করেন। তাকে কোচ লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে অনুশীলন করতে দেখা গেছে। অবশ্য তবুও সবকিছু এখনও ঠিক নেই।

ইতিবাচক লক্ষণ সত্ত্বেও, স্কালোনি সতর্ক রয়েছেন এবং ম্যাচের আগে পর্যন্ত মেসির ফিটনেস মূল্যায়ন করবেন। আশাবাদ রয়েছে যে মেসি খেলতে পারবেন, হয়তো শুরুর একাদশে বা দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে। যদি মেসি সীমিত সময়ের জন্য খেলতে পারেন, তাহলে তার জায়গায় আঞ্জেল ডি মারিয়া শুরুর একাদশে থাকবেন। কোচিং স্টাফ মনে করছে মেসি এবং ডি মারিয়াকে একসাথে না খেলানোর পরিকল্পনা, যেখানে একজন অপরজনের পরিবর্তে খেলবেন।

স্কালোনি কোয়ার্টার-ফাইনাল ম্যাচের জন্য আরও কিছু নির্বাচনী দ্বিধার মুখোমুখি হচ্ছেন। রদ্রিগো ডি পল এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার মিডফিল্ডে স্থির অবস্থানে থাকায়, তৃতীয় মিডফিল্ডার নির্ধারণের বিষয়টি লিয়ান্দ্রো পারেদেস এবং এনজো ফার্নান্দেজের মধ্যে রয়েছে। যদি ফার্নান্দেজ খেলেন, তিনি কেন্দ্রীয় মিডফিল্ডার হিসেবে কাজ করবেন; যদি পারেদেস খেলেন, তিনি ইনসাইড মিডফিল্ডার হিসেবে কাজ করবেন।

নম্বর ৯ অবস্থানও আরেকটি বিতর্কের বিষয়। লাউতারো মার্টিনেজের চমৎকার গোল করার ফর্ম (তিন ম্যাচে চার গোল) স্কালোনিকে কঠিন অবস্থানে রেখেছে, কারণ তাকে মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজের মধ্যে বেছে নিতে হবে।

ইকুয়েডরের বিপক্ষে সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস বা এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

ফরোয়ার্ড: লিওনেল মেসি বা আঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১০

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১১

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১২

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৩

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৪

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৫

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৬

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৭

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৮

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৯

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

২০
X