স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৬:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইউরোতেই রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন স্যার অ্যালেক্স

রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখছেন স্যার অ্যালেক্স। ছবি : সংগৃহীত
রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখছেন স্যার অ্যালেক্স। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন বিশ্বাস করেন যে ইউরো ২০২৪ ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড, যিনি পরবর্তী বিশ্বকাপের সময় ৪১ বছরে পৌঁছাবেন, হয়তো খেলার শারীরিক চাহিদাগুলি আর সামলাতে পারবেন না।

চলমান ইউরো টুর্নামেন্টে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও, রোনালদোর জার্মানিতে ভালো খেলছেন না। সম্প্রতি, তিনি একটি পেনাল্টি মিস করার পরে কাঁদতে দেখা গিয়েছিল এবং তাকে দলের বোঝা বলে সমালোচনা করা হয়েছিল - যা তার ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদের শেষের মতোই হচ্ছে।

ফার্গুসন, যিনি ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত রোনালদোকে ইউনাইটেডে ম্যানেজ করেছিলেন, আত্মবিশ্বাসের সাথে ২০২৬ বিশ্বকাপে রোনালদোর অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

৮২ বছর বয়সী ফার্গুসন স্পোর্টস বিল্ডকে বলেন, ‘আমি কল্পনা করতে পারি না যে [রোনালদো ২০২৬ সালে খেলবেন]। আগামী বছরগুলিতে ফুটবল আরও দ্রুত এবং আরও অ্যাথলেটিক হয়ে উঠবে। এছাড়াও, কেন্দ্রীয় স্ট্রাইকারদের জন্য জায়গা ক্রমশ ছোট হয়ে যাবে। ডিফেন্ডারদের বিপরীতে, বয়স বাড়ার সাথে সাথে স্ট্রাইকারদের সর্বোচ্চ স্তরে খেলা কঠিন হয়ে পড়ে। আরও এক বা দুইটি শিরোপা তার (রোনালদো) জন্য বিশেষ কিছু নয়। তিনি ইতিমধ্যেই একটি অনন্য ক্যারিয়ার অর্জন করেছেন। তিনি সর্বকালের সেরাদের একজন।’

রোনালদো অবশ্য নিজেও তার ক্যারিয়ার নিয়ে ভাবতে গিয়ে স্বীকার করেছেন যে এটি সম্ভবত তার শেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ। স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুট-আউট জয়ের পর তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার শেষ ইউরো, অবশ্যই এটি। তবে আমি এটি নিয়ে আবেগপ্রবণ নই। ফুটবল যেটি এনেছে তার সবকিছু, গেমটির প্রতি আমার উদ্দীপনা, ভক্তদের মধ্যে যে উদ্দীপনা দেখি, আমার পরিবারের এখানে থাকা, মানুষের আবেগ... এটি ফুটবল জগত থেকে চলে যাওয়ার বিষয়ে নয়। আমার আর কি করা বা জেতা বাকি আছে?’

তিনি আরও বলেন, ‘আমি এখনও এখানে থাকার উদ্দীপনা নিয়ে এসেছি, এটাই আমার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। জাতীয় দলের হয়ে ২০ বছর প্রতিনিধিত্ব ও খেলা, মানুষকে আনন্দ দেওয়া, পরিবার, আমার সন্তানদের জন্য, এটাই আমাকে সবচেয়ে বেশি প্রেরণা দেয়।’

স্লোভেনিয়ার বিরুদ্ধে তার মিস করা স্পট কিক নিয়ে মন্তব্য করতে গিয়ে রোনালদো বলেন, ‘এটি ফুটবল। যারা চেষ্টা করে তারাই ব্যর্থ হয়। আমি সবসময় এই শার্টের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি ব্যর্থ হই বা না। আপনি যেমন দেখেছেন, আমি পেনাল্টি মিস করেছি তবে আমি চেয়েছিলাম পেনাল্টি শুট-আউটের প্রথম গোলটি করতে কারণ দলের প্রয়োজন হলে দায়িত্ব নিতে হবে। ভয় পেতে পারেন না, আমি কখনও সম্মুখীন হতে ভয় পাইনি, কখনও সঠিক করেছি, কখনও ভুল করেছি, তবে হাল ছাড়া আমার নামের পাশে আপনি কখনও শুনবেন না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X