স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে সাফাই গাইলেন এনদ্রিক

প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে সাফাই গাইলেন এনদ্রিক

গ্রুপ পর্বে দুই হলুদ কার্ডের কারণে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের। উরুগুয়ের কাছে টাইব্রেবে হেরে ব্রাজিলের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছেন তিনিও।

আগে জানানো হয়েছিল রিয়াল মাদ্রিদ তারকার পরিবর্তে খেলতে নামবে এনদ্রিক। যদিও এই তরুণ ফুটবলার নিজেই জানিয়ে ছিলেন ভিনির অভাব পূরণ করার অসম্ভব। হয়েছেও তাই। ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো ৯০ মিনিটে খেলেছেন তিনি। তবে কার্যত এনদ্রিক ছিলে অকার্যকর।

কোপার আগে দুর্দান্ত খেলছিলেন তিনি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নেমে দেখান ঝলক। গোল করে হয় দলকে জিতিয়েছেন, না হয় হার থেকে রক্ষা করেছেন। তবে কোপায় পুরোপুরি নিষ্প্রভ ছিলেন তিনি।

গ্রপ পর্বের তিন ম্যাচে বদলি হিসেবে নেমে ফেলতে পারেনি কোনো ইমপ্যাক্ট। রোববার (৭ জুলাই) উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন তরুণ এই ফুটবলার।

আসছে মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এনদ্রিকের এটা প্রথম কোনো বড় টুর্নামেন্ট। এর আগে জাতীয় দলের জার্সিতে ৬ ম্যাচে করেছিলেন ৩ গোল। এই তিন গোলই আবার বদলি হিসেবে নেমে।

এবার কোপায় ৪ ম্যাচ খেলেও পাননি গোলের দেখা। ম্যাচজুড়ে তার পারফরম্যান্স ছিল নিম্নমূখি। এনদ্রিক সতীর্থদের মাত্র ৫টি পাস দেওয়ার চেষ্টা করেছিলেন। এর মধ্যে কেবল একটি সফল হয়েছে।

আর পুরো ম্যাচে উরুগুয়ের পোস্টে মাত্র একটি শট নেন। তাও ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে তার শট ধরতে কোনো সমস্যা হয়নি উরুগুয়ের গোলকিপার সার্জিও রোচেতের।

তার চূড়ান্ত পরিসংখ্যান আরও খারাপ। পুরো ম্যাচে মাত্র ২৪ বার বল স্পর্শ করেছেন তিনি। এর মধ্যে ১৫ বার তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের ফুটবলাররা। ১৪টি দ্বৈত লড়াইয়ে বল জিতেছেন মাত্র ৪ বার। পরে দুটি আবার হারিয়েও ফেলেন।

শেষ পর্যন্ত, সেমিফাইনালে আর উঠা হলো না গত আসরের রানার্স আপদের। উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরও আশার বাণী শুনিয়েছেন এনদ্রিক।

নিজের বাজে পারফরম্যান্স ও ব্রাজিলের হারের সত্ত্বেও, গণমাধ্যমে তিনি বলেছেন, ‘আমরা ব্রাজিলকে শীর্ষে রাখতে চাই। এবং আমরা বিশ্বকাপের জন্য কাজ এবং প্রস্তুতি চালিয়ে যাব।’

এ সময় সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেন তরুণ এই ফুটবলার বলেন, ‘আমরা জানি এটি একটি কঠিন সময়, তবে আমরা আশা করি সমস্ত ব্রাজিলিয়ানদের সমর্থন পাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

১০

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১১

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১৩

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১৪

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

১৫

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১৬

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১৭

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১৮

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৯

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

২০
X