স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে সাফাই গাইলেন এনদ্রিক

প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে সাফাই গাইলেন এনদ্রিক

গ্রুপ পর্বে দুই হলুদ কার্ডের কারণে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের। উরুগুয়ের কাছে টাইব্রেবে হেরে ব্রাজিলের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছেন তিনিও।

আগে জানানো হয়েছিল রিয়াল মাদ্রিদ তারকার পরিবর্তে খেলতে নামবে এনদ্রিক। যদিও এই তরুণ ফুটবলার নিজেই জানিয়ে ছিলেন ভিনির অভাব পূরণ করার অসম্ভব। হয়েছেও তাই। ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো ৯০ মিনিটে খেলেছেন তিনি। তবে কার্যত এনদ্রিক ছিলে অকার্যকর।

কোপার আগে দুর্দান্ত খেলছিলেন তিনি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নেমে দেখান ঝলক। গোল করে হয় দলকে জিতিয়েছেন, না হয় হার থেকে রক্ষা করেছেন। তবে কোপায় পুরোপুরি নিষ্প্রভ ছিলেন তিনি।

গ্রপ পর্বের তিন ম্যাচে বদলি হিসেবে নেমে ফেলতে পারেনি কোনো ইমপ্যাক্ট। রোববার (৭ জুলাই) উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন তরুণ এই ফুটবলার।

আসছে মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এনদ্রিকের এটা প্রথম কোনো বড় টুর্নামেন্ট। এর আগে জাতীয় দলের জার্সিতে ৬ ম্যাচে করেছিলেন ৩ গোল। এই তিন গোলই আবার বদলি হিসেবে নেমে।

এবার কোপায় ৪ ম্যাচ খেলেও পাননি গোলের দেখা। ম্যাচজুড়ে তার পারফরম্যান্স ছিল নিম্নমূখি। এনদ্রিক সতীর্থদের মাত্র ৫টি পাস দেওয়ার চেষ্টা করেছিলেন। এর মধ্যে কেবল একটি সফল হয়েছে।

আর পুরো ম্যাচে উরুগুয়ের পোস্টে মাত্র একটি শট নেন। তাও ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে তার শট ধরতে কোনো সমস্যা হয়নি উরুগুয়ের গোলকিপার সার্জিও রোচেতের।

তার চূড়ান্ত পরিসংখ্যান আরও খারাপ। পুরো ম্যাচে মাত্র ২৪ বার বল স্পর্শ করেছেন তিনি। এর মধ্যে ১৫ বার তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের ফুটবলাররা। ১৪টি দ্বৈত লড়াইয়ে বল জিতেছেন মাত্র ৪ বার। পরে দুটি আবার হারিয়েও ফেলেন।

শেষ পর্যন্ত, সেমিফাইনালে আর উঠা হলো না গত আসরের রানার্স আপদের। উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরও আশার বাণী শুনিয়েছেন এনদ্রিক।

নিজের বাজে পারফরম্যান্স ও ব্রাজিলের হারের সত্ত্বেও, গণমাধ্যমে তিনি বলেছেন, ‘আমরা ব্রাজিলকে শীর্ষে রাখতে চাই। এবং আমরা বিশ্বকাপের জন্য কাজ এবং প্রস্তুতি চালিয়ে যাব।’

এ সময় সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেন তরুণ এই ফুটবলার বলেন, ‘আমরা জানি এটি একটি কঠিন সময়, তবে আমরা আশা করি সমস্ত ব্রাজিলিয়ানদের সমর্থন পাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার দেশে ফেরা পেছাল

মানারাতে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা 

ঝুঁকি নিয়েই চলছে চার বিদ্যালয়ের পাঠদান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণপদযাত্রা কাল

সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম

খুবি শিক্ষার্থী নোমানের সনদ বাতিল

খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন

১০

ভারতে গেলেন সন্তু লারমা

১১

বিরল সাপের কামড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

১২

রহস্যের জট খোলেনি সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের

১৩

ছাত্রদল নেতার হাতে জিম্মি মহাসড়ক

১৪

ছবি পাল্টে বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতা তোলেন ছোট ভাই

১৫

ফুল-ফসলের বিষে কমছে ফুলটুনি

১৬

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মাওলানা রইস হত্যা / খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

নির্বাচন এপ্রিলের মধ্যে হওয়া উচিত : জামায়াত আমির

১৯

সাইকেল চোরকে তিন মাসের কারাদণ্ড ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের 

২০
X