স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে সাফাই গাইলেন এনদ্রিক

প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে সাফাই গাইলেন এনদ্রিক

গ্রুপ পর্বে দুই হলুদ কার্ডের কারণে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের। উরুগুয়ের কাছে টাইব্রেবে হেরে ব্রাজিলের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছেন তিনিও।

আগে জানানো হয়েছিল রিয়াল মাদ্রিদ তারকার পরিবর্তে খেলতে নামবে এনদ্রিক। যদিও এই তরুণ ফুটবলার নিজেই জানিয়ে ছিলেন ভিনির অভাব পূরণ করার অসম্ভব। হয়েছেও তাই। ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো ৯০ মিনিটে খেলেছেন তিনি। তবে কার্যত এনদ্রিক ছিলে অকার্যকর।

কোপার আগে দুর্দান্ত খেলছিলেন তিনি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নেমে দেখান ঝলক। গোল করে হয় দলকে জিতিয়েছেন, না হয় হার থেকে রক্ষা করেছেন। তবে কোপায় পুরোপুরি নিষ্প্রভ ছিলেন তিনি।

গ্রপ পর্বের তিন ম্যাচে বদলি হিসেবে নেমে ফেলতে পারেনি কোনো ইমপ্যাক্ট। রোববার (৭ জুলাই) উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন তরুণ এই ফুটবলার।

আসছে মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এনদ্রিকের এটা প্রথম কোনো বড় টুর্নামেন্ট। এর আগে জাতীয় দলের জার্সিতে ৬ ম্যাচে করেছিলেন ৩ গোল। এই তিন গোলই আবার বদলি হিসেবে নেমে।

এবার কোপায় ৪ ম্যাচ খেলেও পাননি গোলের দেখা। ম্যাচজুড়ে তার পারফরম্যান্স ছিল নিম্নমূখি। এনদ্রিক সতীর্থদের মাত্র ৫টি পাস দেওয়ার চেষ্টা করেছিলেন। এর মধ্যে কেবল একটি সফল হয়েছে।

আর পুরো ম্যাচে উরুগুয়ের পোস্টে মাত্র একটি শট নেন। তাও ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে তার শট ধরতে কোনো সমস্যা হয়নি উরুগুয়ের গোলকিপার সার্জিও রোচেতের।

তার চূড়ান্ত পরিসংখ্যান আরও খারাপ। পুরো ম্যাচে মাত্র ২৪ বার বল স্পর্শ করেছেন তিনি। এর মধ্যে ১৫ বার তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের ফুটবলাররা। ১৪টি দ্বৈত লড়াইয়ে বল জিতেছেন মাত্র ৪ বার। পরে দুটি আবার হারিয়েও ফেলেন।

শেষ পর্যন্ত, সেমিফাইনালে আর উঠা হলো না গত আসরের রানার্স আপদের। উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরও আশার বাণী শুনিয়েছেন এনদ্রিক।

নিজের বাজে পারফরম্যান্স ও ব্রাজিলের হারের সত্ত্বেও, গণমাধ্যমে তিনি বলেছেন, ‘আমরা ব্রাজিলকে শীর্ষে রাখতে চাই। এবং আমরা বিশ্বকাপের জন্য কাজ এবং প্রস্তুতি চালিয়ে যাব।’

এ সময় সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেন তরুণ এই ফুটবলার বলেন, ‘আমরা জানি এটি একটি কঠিন সময়, তবে আমরা আশা করি সমস্ত ব্রাজিলিয়ানদের সমর্থন পাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যাক্তি নয় : জুলাই ঐক্য 

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার উল্লাস পাল

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বড় ১০ খবর

ঢাবিতে গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা 

২০২৬ বিশ্বকাপে সূর্যই প্রতিপক্ষ? সময় পরিবর্তনের আহ্বান ফিফপ্রোর

সেপটিক ট্যাংকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ, দেবর আটক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত 

‘সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না’

১০

মায়ামি ছেড়ে ‘লোনে’ ইউরোপে ফিরছেন মেসি!

১১

স্ত্রী তালাক দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা, অতঃপর...

১২

৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেবে ইতালি

১৩

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

১৪

সমুদ্রতীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত

১৫

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার কাছে কিসের গুরুত্ব বেশি

১৬

হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে খেলোয়াড়দের ছাঁটাই করল আয়াক্স

১৭

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

১৮

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান

১৯

বাংলাদেশে টয়োটার নতুন উদ্যোগ, বিক্রয়োত্তর সেবায় থাকবে নিরবচ্ছিন্ন সুবিধা

২০
X