স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিততে নেইমারকে চায় ব্রাজিল!

নেইমার। ছবি : সংগৃহীত
নেইমার। ছবি : সংগৃহীত

শিরোপা জেতার লক্ষ্য নিয়ে ফুটবল বিশ্বকাপ খেলতে নামে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে একই লক্ষ্য নিয়ে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া আসরে হেক্সা পূরণ করতে চান দলটির ফরোয়ার্ড রদ্রিগো। তবে একটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তার মতে পরের বিশ্বকাপে শিরোপা জিততে প্রয়োজন হবে নেইমারের।

ইএসপিএন ব্রাজিলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন রিয়াল মাদ্রিদ তারকা। গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার গোলে ইকুয়েডরের বিপক্ষে জয় পায় সেলেসাওরা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেয়েছে দরিভাল জুনিয়রের দল।

গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। সেই থেকে দীর্ঘদিন ধরে আছেন মাঠের বাইরে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে রদ্রিগো বলেন, ‘তিনি আমাদের তারকা। আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব কতটা অনুভূত হয়, সেটা সবাই জানে। বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য লাগবেই, আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। নেইমারের সুস্থতা আমরা সবাই চাই, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। আমরা তাকে যত দ্রুত সম্ভব (দলে) চাই।’

নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান ৩২ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। নেইমারকে নিজের আদর্শ ফুটবলার হিসেবে মানেন রদ্রিগো, ‘আমরা সব সময় একে অপরকে বার্তা দিই। তিনি দলের অনুশীলনে ফিরবেন। তিনি অসাধারণ এক সতীর্থ। এমন একজন মানুষ, যার বিষয়ে কারও মুখে বাজে কথা শুনলে খারাপ লাগে। তিনি সব সময়ই আমাকে বার্তা পাঠান, সাহায্য করেন। আমি তাকে ভালোবাসি। এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবেও আমার আদর্শ।’

বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিল। সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে তারা। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় আসুনসিওনে প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। নেইমারকে ছাড়াই খেলতে হবে এ ম্যাচ। ইনজুরি থেকে সেরে উঠলেও এখনো মাঠে নামা হয়নি নেইমারের।

চলতি বছরে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে গণমাধ্যম। তবে হাল ছাড়ছেন না তিনি। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে অনুশীলনের ছবি পোস্ট করেছেন আল হিলাল তারকা। ক্যাপশনে লিখেছেন, ‘নীরবে কাজ করে যাও। হাল ছেড়ো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন যুবদল নেতা

পটকা ফুটানো নিয়ে রাতে সংঘর্ষে জড়াল দুই মহল্লার বাসিন্দারা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেল

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের সর্বশেষ অবস্থা

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের উদাসীনতার অভিযোগ জাতীয় ছাত্রশক্তির

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন : ইশরাক

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

১০

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

১১

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

১২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

১৩

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

১৪

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

১৫

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

১৬

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১৭

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১৮

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১৯

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

২০
X