স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনা ফুটবলে বড় ধাক্কা, আজীবন নিষিদ্ধ ৪৩ জন

চায়নিজ ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত
চায়নিজ ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ে জাপানের কাছে ৭-০ গোলে হেরে আলোচনায় আসে চীন। আরও বড় কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চীনের ফুটবল। জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছেন ৪৩ জন। চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) আজীবনের জন্য এ ৪৩ জনকে নিষেধাজ্ঞা দেয়।

নিষিদ্ধ হওয়ার তালিকায় রয়েছে চীন জাতীয় দলের সাবেক ৩ ফুটবলার। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার জার্সিতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সন জুন-হোও আছেন নিষেধাজ্ঞার তালিকায়। সোমবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনকে দুর্নীতি মুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ জন্য কারাগারে যেতে হয়েছে শীর্ষ অনেক কর্মকর্তাকে। তিনি ফুটবলের বড় ভক্ত।

তার স্বপ্ন একদিন বিশ্বকাপ জিতবে চীন। তবে কর্মকর্তারা বারবার দুর্নীতিতে জড়িয়ে পড়া আর মাঠে ফুটবলারদের হতাশাজনক পারফরম্যান্সে ফিকে হয়ে এসেছে সেই স্বপ্ন। এতে আরও কঠোর অবস্থান নেন চীনের প্রেসিডেন্ট।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছর ধরে দেশীয় খেলায় অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করা হচ্ছে। এতে ১২৮ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সে তালিকার ৪৩ জনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়াদের মধ্যে বেশিরভাগই সাবেক পেশাদার খেলোয়াড়।

২০২১ থেকে ২০২৩, এ তিন মৌসুম চায়নিজ সুপার লিগে খেলেছেন দক্ষিণ কোরিয়ার হয়ে কাতার বিশ্বকাপের তিন ম্যাচে মাঠে নামা সন জুন হো। শানডং তাইশানের হয়ে খেলার সময় তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। এ ছাড়া ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এমনকি ২০২৩ সালের মে মাসে আটক হন। এরপর ১০ মাস জেলও খাটেন। চলতি বছর মার্চে তাকে ফেরত পাঠায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ দিকে নিষেধাজ্ঞার খবরে হতভম্ব হয়ে পড়েছেন সনের প্রতিনিধি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থাকে সেই প্রতিনিধি জানান সমাধানের লক্ষ্যে সন দ্রুত গণমাধ্যমে কথা বলবেন।

নিষিদ্ধ হওয়ার ফুটবলারদের তালিকায় আরও আছেন মিডফিল্ডার চিং চিংডাও, জাতীয় দলের সাবেক গোলকিপার গু চাও এবং ফরোয়ার্ড গুয়ো তিয়ানয়ু। ফুটবলাররা ছাড়াও দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সিএফএর প্রায় ১০ উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।

এ ছাড়া গত মার্চে বিপুল পরিমাণে ঘুষ নেওয়ার দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন সিএফএর সাবেক চেয়ারম্যান চেন সুইউয়ান। চীনের গণমাধ্য পিপলস ডেইলি তাদের এক প্রতিবেদনে জানায়, ‘চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের দায়িত্বে থাকাকালে চেন সুইউয়ান ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভিন্ন জনের কাছ থেকে তিনি অবৈধভাবে ৮ কোটি ১০ লাখ ৩০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা) নিয়েছেন। তার এ ধরনের কর্মকাণ্ড জাতীয় ফুটবল শিল্পের মারাত্মক পরিণতি ডেকে আনে।’

গত মার্চে সব দোষ স্বীকার করেন চীন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ লি তিয়েও। ম্যাচ ফিক্সিংয়ে সহায়তা করতে ১ কোটি ৭ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ কোটি টাকা) ঘুষ নিয়েছিলেন তিনি।

এ ছাড়া গত মে মাস থেকে চীনের ক্রীড়া প্রশাসনের সাবেক মহাপরিচালক গু জংওয়েনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। আর গত আগস্টে ঘুষ নেওয়ার দায়ে সিএএফএর সহসভাপতি লি ইউয়িকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১০

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১১

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১২

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৩

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৪

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

১৫

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

১৬

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

১৭

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

১৮

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

১৯

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

২০
X