কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল ফ্রান্সের জাতীয় পরিষদে পাস হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দেশটির নিম্নকক্ষে বিলটির মূল ধারাগুলোতে একমত হন আইনপ্রণেতারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন ভোটাভুটিতে ১১৬ ভোটের বিপরীতে ২৩ ভোটে বিলটি অনুমোদন পায়। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এখন এটি ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে। প্রস্তাবিত আইনে হাইস্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিলটি পাস হওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ এই সিদ্ধান্তকে ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সরকারকে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা যায়। তিনি লেখেন, আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির পণ্য নয়।

বিলটির উদ্যোক্তা এমপি লর মিলার গণমাধ্যমকে বলেন, এই আইনের মাধ্যমে সমাজে একটি স্পষ্ট সীমা নির্ধারণ করা হচ্ছে। এসব নেটওয়ার্ক মানুষকে কাছাকাছি আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মানুষকে বিচ্ছিন্ন করেছে। তথ্য দেওয়ার নামে তথ্যের চাপে ডুবিয়ে দিচ্ছে এবং বিনোদনের কথা বলে ব্যবহারকারীদের বন্দি করে ফেলছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ক্ষতিকর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি তালিকা তৈরি করবে, যা ১৫ বছরের কম বয়সীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তুলনামূলক কম ক্ষতিকর প্ল্যাটফর্মগুলোর জন্য আলাদা তালিকা করা হবে, যেগুলো ব্যবহার করতে হলে অভিভাবকদের অনুমতির প্রয়োজন হবে। পাশাপাশি সিনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। জুনিয়র ও মিডল স্কুলে এই নিয়ম আগেই চালু রয়েছে।

আইনটি কার্যকর করতে হলে বয়স যাচাইয়ের একটি নির্ভরযোগ্য পদ্ধতি চালু করতে হবে। ফ্রান্সে ইতোমধ্যে প্রাপ্তবয়স্কদের অনলাইন পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে বয়স যাচাইয়ের ব্যবস্থা রয়েছে।

এ মাসের শুরুতে যুক্তরাজ্য সরকারও ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়ে জনমত গ্রহণ শুরু করেছে। ফ্রান্সের প্রস্তাবিত এই আইনের ভিত্তি তৈরি হয়েছে গত বছর এমপি লর মিলারের তৈরি করা একটি খসড়া থেকে। তিনি টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মানসিক প্রভাব নিয়ে গঠিত সংসদীয় তদন্ত কমিটির সভাপতি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

গণভোট নিয়ে মাদরাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী বিমান মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীর মাথায় কোপ

জামায়াতে ইসলামী নিয়ে যুবদল নেতার বিস্ফোরক অভিযোগ

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

১০

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

১১

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু

১২

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না : রিজওয়ানা

১৩

ক্রিকেট দলকে ‘না’ তবে শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

১৪

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৫

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৬

নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

১৭

সেতু নির্মাণে অনিয়ম, অভিযানে গেল দুদক

১৮

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

১৯

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

২০
X