বল নিয়ে প্রতিপক্ষের পোস্টের দিকে এগিয়ে যাচ্ছিলেন মার্সেলো। সামনে আসা প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে যান ব্রাজিলিয়ান তারকা। কিন্তু পাশ থেকে ছুটে এসে বাঁ পা দিয়ে বল আটকানোর চেষ্টা করেন আর্জেন্টিনোস জুনিয়র্সের লুসিয়ানো সানচেজ। তখনই বাধে বিপত্তি।
মার্সেলোর পা গিয়ে পড়ে বাড়িয়ে দেওয়া সানচেজের পায়ের ওর। মুহূর্তেই সেই পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে সবাই। সঙ্গে সঙ্গে রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে লাল কার্ড দেখান রেফারি। আর সানচেজের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো।
OMGRed card for Marcelo, after stepping on which Caused a fracture in Luciano Sanchez from Argentinos Juniors.pic.twitter.com/O02J0oxA2P
Omo Kogi (Yagba)(@Oladapomikky1) August 1, 2023দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তোদোসের ম্যাচে ঘটে এই দুঃখজনক ঘটনা। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ডিয়োগো ম্যারাদোনা স্টেডিয়ামে আর্জেন্টাইন ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের মুখোমুখি হয় ব্রাজিলের ফ্লুমিনেন্স।
ম্যাচের ৫৫ মিনিটে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। মার্সেলোর পায়ের লেগে বাজেভাবে চোট পান সানচেজ। মাঠে পড়ে কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী সেই রাইটব্যাক। সতীর্থরা ঘিরে ধরেন তাকে। দ্রুত নেওয়া হয় হাসপাতালে। সানচেজের পায়ের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন মার্সেলো। কান্নায় ভেড়ে পড়েন তিনি। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) দেখে মার্সেলোকে লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনাকারী রেফারি।
পরে সামাজিকযোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দ্রুত সানচেজের আরোগ্য কামনা করেন মার্সেলো। তিনি লিখেন, ‘মাঠে খুব কঠিন একটি মুহূর্ত আসে আমার জন্য। অনিচ্ছাকৃতভাবে একজন খেলোয়াড়কে চোটে ফেলে দেই আমি। তার দ্রুত সুস্থতা কামনা করছি আমি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।’
সানচেজের চোটের সময় ১-০ গোলে এগিয়ে ছিলো আর্জেন্টিনোস জুনিয়র্স। পরে ম্যাচে ৮৭ মিনিটে গোল পরিশোধ করে ফ্লুমিনেন্স। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলের ড্রতে মাঠ ছাড়ে দুদল।
মন্তব্য করুন