বয়স ৩৮ হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো যে এখনো ফুরিয়ে যাননি তার আরেকবার প্রমাণ দিলেন এই ‘চিরতরুণ’। নিজের ক্যারিয়ারের এই পড়ন্ত সময়েও নিজ ক্লাব আল নাসরকে প্রথমবারের মতো জিতালেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা। তবে শিরোপা জয়ের পরেও অসন্তোষ লক্ষ করা গেল আল নাসর অধিনায়কের মধ্যে।
শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে রোনালদোর করা জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে আল নাসর। তার অসাধারণ নৈপুণ্যে টুর্নামেন্টের ৪২ বছরের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে সৌদি আরবের ক্লাবটি। ফাইনালের দুই গোলসহ টুর্নামেন্টে ৬ ম্যাচে ৬ গোল করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। চ্যাম্পিয়নশিপ শিরোপার সঙ্গে তাই ব্যক্তিগত পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। কিন্তু গোল্ডেন বুট জিতেও সন্তুষ্ট নন তিনি। ফাইনাল শেষে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার না পাওয়ায় বেশ অসন্তুষ্ট ছিলেন সিআরসেভেন। এই পুরস্কারটি জিতেছেন এই মৌসুমেই আল হিলালে যোগ দেওয়া সার্বিয়ার মিলানঙ্কোভিচ-সাভিচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর বলছে, পুরস্কার ঘোষণার পর আয়োজকদের সঙ্গে এ নিয়ে কথা বলতে যান রোনালদো এবং তাদের কাছ থেকে এ ব্যাপারে ব্যাখ্যাও দাবি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এ সময় আঙুল উঁচিয়ে দুইও দেখান রোনালদো। অর্থাৎ ফাইনালে দলকে জেতানোর পথে জোড়া গোল করাকেই ইঙ্গিত করেছেন পর্তুগিজ মহাতারকা।
দলকে ফাইনাল জেতানোর পরেও কেন পুরস্কারটা জিততে পারলেন না সেটা যেন মানতেই পারছিলেন না পর্তুগিজ তারকা। তবে রোনালদোর মতো এমন অভিজ্ঞ খেলোয়াড়ের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে–বিপক্ষে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ রোনালদোকেই এই পুরস্কারের যোগ্য দাবিদার বলে মন্তব্য করেছেন। আবার কারও মতে আয়োজকদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধের রোনালদোর এমন আচরণ দেখানো একজন রোলমডেল হিসেবে সম্পূর্ণ অনুচিত।
তবে ব্যক্তিগত পুরস্কার জেতা নিয়ে অসন্তুষ্ট থাকলেও দলকে শিরোপা জিতিয়ে দারুণ আনন্দিত সাবেক এই রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ম্যাচ শেষে দলের সঙ্গে বাঁধভাঙা উল্লাসে মাততে দেখা যায় সিআরসেভেনকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েও আল নাসরের হয়ে শিরোপা জেতাকে উদ্যাপন করেছেন রোনালদো।
ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে রোনালদো লিখেছেন, ‘দলকে প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ শিরোপা জেতানোর পথে সাহায্য করতে পেরে দারুণ আনন্দিত। ক্লাবের যারা দারুণ এই অর্জনের সঙ্গে জড়িত, তাদের সবাইকে ধন্যবাদ। আর আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে ছিলেন। আমাদের সমর্থকরা দারুণ সমর্থন দিয়েছেন। এটা আপনাদের জন্যও।’
মন্তব্য করুন