সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার জন্য মৌসুমটি দারুণ কাটছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্লাবটির তরুণ তারকারা। তাদের মধ্যে অন্যতম ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল, যিনি তার পারফরম্যান্স দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন। তবে আরেক তরুণ প্রতিভা মার্ক কাসাদো নীরবে দুর্দান্ত খেলছিলেন, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে মৌসুম শেষ হওয়ার শঙ্কায় পড়েছেন।

ইয়ামাল তার আহত সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কেমন অনুভব করছে। সে বলেছিল, হাঁটুতে ব্যথা থাকায় এমআরআই করাতে হবে। আমি গতকাল তার সঙ্গে কথা বলেছি, দ্রুত সুস্থ হওয়ার শুভকামনা জানিয়েছি। যখন সে ফিরবে, আমি তাকে দেখতে যাব, কিছু সময় একসঙ্গে কাটাব। আমরা তাকে খুব ভালোবাসি। এটা তার প্রথম মৌসুম ছিল, আর সে দুর্দান্ত খেলছিল—চমৎকার পাস, অ্যাসিস্ট—সবকিছুই। আমি সত্যিই খুশি ছিলাম তার পারফরম্যান্স দেখে।’

যদিও ইয়ামাল বর্তমানে বার্সেলোনার অন্যতম ভরসার প্রতীক তবে কোপা ট্রফি জয়ী চাপ অনুভব করছেন না এবং খেলাটা উপভোগ করাই তার প্রধান লক্ষ্য।

‘আমি মাঠে নামি শুধুই উপভোগ করতে। আমি খেলাটা উপভোগ করতে চাই, ভালো সময় কাটাতে চাই, কারণ এটাই আমি সবচেয়ে ভালো পারি। এসব নিয়ে আমি ভাবতে চাই না।’

বার্সেলোনার অসাধারণ মৌসুমের কারণে ব্যালন ডি’অর আলোচনাও স্বাভাবিকভাবে সামনে আসছে। ইয়ামাল ও তার সতীর্থ রাফিনিয়া দুজনই সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে এ নিয়ে ইয়ামালের প্রতিক্রিয়া ছিল আত্মবিশ্বাসী, কিন্তু নিঃস্বার্থ।

‘আমরা এটা নিয়ে কথা বলিনি, তবে যদি আমরা সামনে থাকা শিরোপাগুলো জিততে পারি, তাহলে আমাদের মধ্যে একজনই ব্যালন ডি’অর জিতবে—সে যে-ই হোক না কেন। আমি রাফিনহার জন্য খুব খুশি। আমি সবসময় তাকে বলি, তার পরিবর্তনটা অসাধারণ হয়েছে, আর সে এখন দারুণ উপভোগ করছে ফুটবল। ব্যালন ডি’অর? এটা নিয়ে আমি চিন্তিত নই।’

এই মানসিকতা নিয়েই ইয়ামাল বার্সেলোনার নতুন প্রজন্মের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন—নির্ভীক, আত্মবিশ্বাসী এবং বিশ্বজয়ের জন্য প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১০

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১১

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১২

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৪

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

১৫

৩ দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের মানববন্ধন

১৬

রিকশা চালালেও হৃদয়ে শিল্প লালন করেন জাহাঙ্গীর

১৭

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন জোরদার করার তাগিদ

১৮

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই জব্দ, ৫৫ জনের নামে মামলা

১৯

ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা

২০
X