আর্ন্তজাতিক প্রীতি ফুটবল ম্যাচে জাপানের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল বরখাস্ত হচ্ছেন জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। অবশেষে বরখাস্তই হলেন বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ী এই কোচ।
রোববার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে হ্যান্সি ফ্লিককে জার্মানির ফুটবল দলের দায়িত্ব থেকে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
দীর্ঘ ১৫ বছর ধরে জার্মানির প্রধান কোচের দায়িত্বে ছিলেন জোয়াকিম লো। ২০১৪ সালে দেশকে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন এই কোচ। তার পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেন ফ্লিক। তবে মাত্র দুই বছরের মধ্যে বরখাস্ত হলেন জার্মানির প্রধান কোচের দায়িত্ব থেকে।
একাবিংশ শতাব্দীতে টানা তিন ম্যাচ হারের সাক্ষী হয়েছে ফ্লিকের জার্মানি। এর মধ্যে গতকাল জাপানের বিপক্ষে ওল্ফসবার্গের ভক্সাওয়াগেন অ্যারেনায় ৪-১ গোলে বিধ্বস্ত ফ্লিাকের শিষ্যরা।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, ‘ডিএফবি কমিটি সম্মত হয়েছে যে, জার্মানির এমন হারের কারণে নতুন উদ্দীপনা দরকার। আমরা তাকে (ফ্লিকের) কদর করি। এমনকি তার সহকারীদেরও। কিন্তু সবকিছুর আগে ফলাফলকে বিবেচনা করতে হবে। সুতরাং অনিবার্যভাবে ফ্লিককে বরখাস্তের সিদ্ধান্ত নিতে হয়েছে।’
২০২১ সালের জোয়াকিম লো’র পরিবর্তে জার্মানির দায়িত্ব নেন ফ্লিক। মোট ২৫ ম্যাচ তার অধীনে খেলেছিল গুন্দোয়ানরা। এর মধ্যে জিততে পেরেছে মাত্র ছয়টিতে, অপরদিকে হেরে যায় ১২ ম্যাচে। সবশেষ চারটি ম্যাচেই হারের সমুক্ষীণ হয়েছে তার দল। কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্বের বাঁধা পাড় হতে পারেনি জার্মানি।
আগামী ১৩ সেপ্টেম্বর শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। সেই ম্যাচে জার্মানদের কোচের দায়িত্ব পালন করবেন রুডি ভোলার।
মন্তব্য করুন