স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:২৮ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো স্যার ববি চার্লটন মারা গেছেন

স্যার ববি চার্লটন। ছবি: সংগৃহীত
স্যার ববি চার্লটন। ছবি: সংগৃহীত

ফুটবলকে পুরো বিশ্বের কাছে জনপ্রিয় করার ক্ষেত্রে যে দেশের সবচেয়ে বেশি কৃতিত্ব আছে বলে ধরা হয় তা হলো ইংল্যান্ড। কিন্তু এই ইংল্যান্ডেরই বিশ্বকাপ ট্রফি মাত্র একটি। ১৯৬৬ সালে জয় করা সেই বিশ্বকাপ আসরে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন স্যার ববি চার্লটন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের শত শত জয়ের নায়কও তিনি। সেই ববি চার্লটন আর নেই। শনিবার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন।

কিংবদন্তি এই ইংলিশ ফুটবলারের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শনিবার (২১ অক্টোবর) সকালে স্যার ববি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। যারা তার এগিয়ে চলার পথে যত্ন নিয়েছেন, সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’

বয়স ৮৬ হয়ে গিয়েছিল। তিন বছর ধরে ভুগছিলেন স্মৃতিভ্রংশ রোগে। ফুটবলপ্রেমীদের এত এত দুর্দান্ত সব স্মৃতির নায়ক নিজেই ভুলতে বসেছিলেন তার কীর্তির কথা। সেই অসহ্য সময়টা খুব বেশি আর দীর্ঘায়িত হলো না। চলে গেলেন পরপারে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজের বাড়িতেই শান্তিপূর্ণ ভাবে মৃত্যু হয়েছে তার।

অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার ও লেফট উইঙ্গার তিন জায়গাতেই খেলতে পারতেন। ১৯৫৬ থেকে ১৯৭৩— ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই খেলেছেন শৈশবের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ছিলেন কিংবদন্তিতুল্য ‘বুসবি বেবসের’ একজন। ইউনাইটেডের হয়ে জিতেছেন তিনটি লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি এফএ কাপ। ২৪৯ গোল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন প্রায় ৪০ বছর। পরে ২০১৭ সালে তাকে ছাড়িয়ে যান ওয়েইন রুনি।

ইংল্যান্ডের হয়ে ১০৯ ম্যাচে ৪৯ গোল করা চার্লটন দীর্ঘদিন ছিলেন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক। ২০১৫ সালে এসে ইংল্যান্ডের হয়ে তার গোলের সেই রেকর্ড ভেঙে দেন ওয়েইন রুনি। পরে ২০২২ সালে রুনিকে ছাড়িয়ে যান হ্যারি কেইনও।

কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, ডেভিড বেকহামসহ অনেক সাবেক ও বর্তমান ফুটবলার শ্রদ্ধা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X