স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:১৮ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ে আবারও ব্রাজিলের হার

লুইস দিয়াজের জোড়া গোলে হার সেলেসাওদের। ছবি: সংগৃহীত
লুইস দিয়াজের জোড়া গোলে হার সেলেসাওদের। ছবি: সংগৃহীত

চলছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব। আমেরিকা,কানাডা,মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের এখনো সময় বাকি থাকলেও লাতিন আমেরিকা অঞ্চলের দেশগুলোর জন্য বাছাইপর্বের খেলা চলমান। তবে এবারের এই বাছাইপর্ব হতাশারই যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বাছাইপর্বের চার ম্যাচে দুই জয় এক ড্র এবং এক পরাজয় নিয়ে আজ কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামা ব্রাজিল আবারও পরাজিত হয়েছে। এক গোলে এগিয়ে গিয়েও পরাজয়ের তেতো স্বাদ বরণ করে নিতে হয়েছে ভিনিসিয়ুস-রদ্রিগোদের।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া খেলায় ঘরের মাঠ এস্তাদিও মেট্রোপলিটানো রবার্তো মেলান্দেজে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমে ব্রাজিল এগিয়ে গেলেও, শেষ দিকে কিছুদন আগে অপহরণের শিকার হওয়া বাবাকে ফেরত পাওয়া লুইস দিয়াজের চার মিনিটের ব্যবধানের জোড়া গোলে সেলেসাওদের হারিয়েছে কলম্বিয়া।

প্রতিপক্ষের মাঠে খেলা আর দল অফ ফর্মে থাকার পরেও ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিলেন ব্রাজিলের কোচ দিনিজ। কোচের কথা ঠিক প্রমাণ করে ম্যাচের শুরুতে এগিয়েও যায় ব্রাজিল। গাব্রিয়েল মার্তিনেলির চোখ ধাঁধানো ফিনিশিংয়ে ম্যাচের চার মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গত ম্যাচে উরুগুয়ের কাছে হারের স্বাদ ভুলতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

তবে গোল হজমের পর দমে যায়নি কলম্বিয়া। উল্টো পাল্টা আক্রমণে ব্রাজিল রক্ষণকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ম্যাচ।

দ্বিতীয়ার্ধেও সেই ধারা বজায় রাখে দুই দল। বল দখলে নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও, আক্রমণে ব্রাজিল থেকে বেশ এগিয়ে ছিল কলম্বিয়া। একের পর এক আক্রমণের ফলও পেয়ে যায় স্বাগতিকরা।

লুইস দিয়াজ ৪ মিনিটে জোড়া গোল করে ব্রাজিলকে একাই ডুবিয়েছেন। দুটি গোলই করেছেন সম্প্রতি অপহরণের ঘটনায় মানসিক ঝড়ের মধ্যে দিয়ে যাওয়া এ ফরোয়ার্ড। ২৮ অক্টোবর কলাম্বিয়ায় অপহরণের শিকার হয়েছিলেন দিয়াজের বাবা-মা। প্রথমে মা, পরে তার বাবা মুক্ত হন। আলোচিত ওই ঘটনার পর পিতা-পুত্রের প্রথম সাক্ষাৎ হয় গেল মঙ্গলবার। অপহরণের পর মুক্ত বাবা-মায়ের সামনে কলাম্বিয়াকে দারুণ এ জয় এনে দিলেন ‘লুচো’ ডাক নামের ২৬ বছর বয়সি উইঙ্গার।

৭৫ থেকে ৭৯—চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের দৃশ্যপট বদলে দেন দিয়াজ।

দিয়াজের জোড়া গোলের পর শেষ পর্যন্ত বেশকিছু আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল। ফলে ২-১ গোলের ফলে নিশ্চিত হয় ব্রাজিলের টানা দুই ম্যাচ পরাজয়। এর আগে বিশ্বকাপ বাছাইয়েও নিজেদের সর্বশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল।

টানা দুই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৭। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কলম্বিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর দখলের চেষ্টা

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

১০

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১১

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১২

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১৩

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৪

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৫

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৬

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৭

বাস উল্টে নিহত ২

১৮

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৯

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

২০
X