বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর মাইলফলক স্পর্শের দিনে বড় জয় আল-নাসরের 

গোলের পর রোনালদোর উল্লাস । ছবি : সংগৃহীত
গোলের পর রোনালদোর উল্লাস । ছবি : সংগৃহীত

সেই ২০০২ সালে পতুর্গালের স্পোর্টিং লিসবনে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর। বয়স ৩৮ পেরিয়ে গেলেও ঠিক একই গতিতে চলছেন সিআরসেভেন। ইংল্যান্ড, স্পেন, ইতালি ও আবার ইংল্যান্ড পেরিয়ে এখন তার ঠিকানা মধ্যপ্রাচ্যের সৌদি আরব। এই মরুর দেশেই রোনালদো স্পর্শ করলেন দুর্দান্ত এক মাইলফলক। পেশাদার ক্যারিয়ারে খেলে ফেললেন ১২০০ তম ম্যাচ। আর তার এই মাইলফলকের দিনে বড় এক জয়ও পেল সিআরসেভেনের ক্লাব আল-নাসর।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল নাসরের জয়ে এক গোল ও এক অ্যাসিস্টে সহায়তা করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

এবারের সৌদি প্রো লিগ রীতিমতো সিআরসেভেন লিগে পরিণত হয়েছে। ১৬ গোল ও ৮ অ্যাসিস্টে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও যৌথভাবে শীর্ষ গোল সহায়তাকারীও তিনি।

আগের ম্যাচেই লিগ প্রতিদ্বন্দী আল হিলালের কাছে ৩-০ গোলের অসহায় পরাজয় দেখেতে হয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে । তবে নিজের পেশাদার ১২০০তম ম্যাচে আল নাসরকে আর আক্ষেপে পুড়তে দেননি রোনালদো। ৩১তম মিনিটে দলকে এনে দেন লিড। বাঁ প্রান্ত থেকে সাদিও মানের ক্রস গোলবারের সামনে পেয়ে নিখুঁত শটে জালে জড়ান তিনি।

দলের লিড অবশ্য বাড়াতে পারতেন কয়েকবারই। তবে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন রিয়াদের গোলরক্ষক মার্টিন ক্যাম্পানা। ডি-বক্সের কিছুটা দূর থেকে রোনালদোর নেওয়া জোরালো ফ্রি কিক শটও আটকে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এ গোলেও ছিল রোনালদো নৈপুণ্যতা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে বামে সতীর্থের উদ্দেশে আলতো ক্রস নেন পর্তুগিজ তারকা। এগিয়ে এসে দারুণ হেডে সেটি জালে জড়ান ওতাভিও। বিরতির পরের সময়টা অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকার। এ অর্ধে রোনালদো দুবার জাল মিস করলেও জোড়া গোল আসে তালিসকার পা থেকে।

৬৭ মিনিটে সাদিও মানের পাস ডি-বক্সে পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি। পাল্টা আক্রমণে উঠে পরের মিনিটে ব্যবধান কমান আন্দ্রে গ্রে। যোগ করা সময়ে আল গানামের ক্রস ডি-বক্সে পেয়ে হেডে জালে জড়ান তালিসকা। তাতে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

১২০০তম পেশাদার ম্যাচ, দলের বড় জয়, পূর্ণ ৩ পয়েন্ট; কিন্তু এখানেই সন্তুষ্ট হতে পারছেন না রোনালদো। কারণ লিগ টেবিলে তার দল আল হিলালের তুলনায় ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে অবস্থান করছে।

ম্যাচশেষে সামাজিক মাধ্যমে রোনালদো লেখেন, ‘আরও তিন পয়েন্ট! সকল সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে আমার ১২০০তম ম্যাচে পৌঁছাতে সাহায্য করেছে। কি দারুণ যাত্রা, কিন্তু আমরা এখনো শেষ করিনি!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X