স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর মাইলফলক স্পর্শের দিনে বড় জয় আল-নাসরের 

গোলের পর রোনালদোর উল্লাস । ছবি : সংগৃহীত
গোলের পর রোনালদোর উল্লাস । ছবি : সংগৃহীত

সেই ২০০২ সালে পতুর্গালের স্পোর্টিং লিসবনে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর। বয়স ৩৮ পেরিয়ে গেলেও ঠিক একই গতিতে চলছেন সিআরসেভেন। ইংল্যান্ড, স্পেন, ইতালি ও আবার ইংল্যান্ড পেরিয়ে এখন তার ঠিকানা মধ্যপ্রাচ্যের সৌদি আরব। এই মরুর দেশেই রোনালদো স্পর্শ করলেন দুর্দান্ত এক মাইলফলক। পেশাদার ক্যারিয়ারে খেলে ফেললেন ১২০০ তম ম্যাচ। আর তার এই মাইলফলকের দিনে বড় এক জয়ও পেল সিআরসেভেনের ক্লাব আল-নাসর।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল নাসরের জয়ে এক গোল ও এক অ্যাসিস্টে সহায়তা করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

এবারের সৌদি প্রো লিগ রীতিমতো সিআরসেভেন লিগে পরিণত হয়েছে। ১৬ গোল ও ৮ অ্যাসিস্টে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও যৌথভাবে শীর্ষ গোল সহায়তাকারীও তিনি।

আগের ম্যাচেই লিগ প্রতিদ্বন্দী আল হিলালের কাছে ৩-০ গোলের অসহায় পরাজয় দেখেতে হয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে । তবে নিজের পেশাদার ১২০০তম ম্যাচে আল নাসরকে আর আক্ষেপে পুড়তে দেননি রোনালদো। ৩১তম মিনিটে দলকে এনে দেন লিড। বাঁ প্রান্ত থেকে সাদিও মানের ক্রস গোলবারের সামনে পেয়ে নিখুঁত শটে জালে জড়ান তিনি।

দলের লিড অবশ্য বাড়াতে পারতেন কয়েকবারই। তবে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন রিয়াদের গোলরক্ষক মার্টিন ক্যাম্পানা। ডি-বক্সের কিছুটা দূর থেকে রোনালদোর নেওয়া জোরালো ফ্রি কিক শটও আটকে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এ গোলেও ছিল রোনালদো নৈপুণ্যতা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে বামে সতীর্থের উদ্দেশে আলতো ক্রস নেন পর্তুগিজ তারকা। এগিয়ে এসে দারুণ হেডে সেটি জালে জড়ান ওতাভিও। বিরতির পরের সময়টা অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকার। এ অর্ধে রোনালদো দুবার জাল মিস করলেও জোড়া গোল আসে তালিসকার পা থেকে।

৬৭ মিনিটে সাদিও মানের পাস ডি-বক্সে পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি। পাল্টা আক্রমণে উঠে পরের মিনিটে ব্যবধান কমান আন্দ্রে গ্রে। যোগ করা সময়ে আল গানামের ক্রস ডি-বক্সে পেয়ে হেডে জালে জড়ান তালিসকা। তাতে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

১২০০তম পেশাদার ম্যাচ, দলের বড় জয়, পূর্ণ ৩ পয়েন্ট; কিন্তু এখানেই সন্তুষ্ট হতে পারছেন না রোনালদো। কারণ লিগ টেবিলে তার দল আল হিলালের তুলনায় ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে অবস্থান করছে।

ম্যাচশেষে সামাজিক মাধ্যমে রোনালদো লেখেন, ‘আরও তিন পয়েন্ট! সকল সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে আমার ১২০০তম ম্যাচে পৌঁছাতে সাহায্য করেছে। কি দারুণ যাত্রা, কিন্তু আমরা এখনো শেষ করিনি!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

‘ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে’

কমলো এলপি গ্যাসের দাম 

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা

কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

ভয়াবহ হামলার ২ বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক

মৃত্যু ছাড়া মানুষের সেফ এক্সিট নেই : সারজিস আলম

যে ৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন

১০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

১১

সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

১২

‘আবরারের গল্প আমাদের প্রজন্মের সাহসের গল্প’

১৩

পড়ে রয়েছে বিছানা-পড়ার টেবিল, নেই শুধু আবরার

১৪

ফুটপাতে জন্ম, নবজাতক রেখে চলে গেলেন মা

১৫

প্রজনন মৌসুমে ইলিশ শিকার : দুই জেলের কারাদণ্ড

১৬

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড, দেখে নিন একাদশ

১৭

জবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যান্টিন স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার 

১৮

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

১৯

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

২০
X