সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত ও কুয়েত। মঙ্গলবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারায় এবারের আমন্ত্রিত দল কুয়েত। আর আরেক আমন্ত্রিত দল লেবাননকে টাইব্রেকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক ভারত।
গতকাল শনিবার (১ জুলাই) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গোলকিপার গুরপ্রিত সিং সান্ধুর বীরত্বে টাইব্রেকে ৪-২ গোলে লেবাননকে হারায় সাফের আয়োজকরা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল করতে ব্যর্থ হয় দুই দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে দ্বিতীয় সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকে।
পেনাল্টি শুট আউটে ভারতের পক্ষে টানা ৪ গোল করেন সুনিল ছেত্রী, আনোয়ার আলি, নাওরেম মহেশ সিং ও উদন্ত সিং। লেবাননের হয়ে ওয়ালিদ শোর, মোহাম্মদ সাদেক জাল খুঁজে পেলেও ব্যর্থ হন হাসান মাতুক ও খলিল।
মন্তব্য করুন