রায়হান রাসেল
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ফিরে দেখা-২০২৩

যেমন কাটাল দেশের ফুটবল

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বছরজুড়ে মাঠে ও মাঠের বাইরেও নানা খবরে আলোচনায় ছিল দেশের ফুটবল। নেতিবাচক খবরের পাশাপাশি বেশ কিছু ইতিবাচক খবরও ছিল।

দুর্নীতির দায়ে নিষিদ্ধ সোহাগ

বছরের শুরুর দিকে ১৪ এপ্রিল, ফিফার ৫২ পাতার এক চিঠিতে কেঁপে ওঠে দেশের ফুটবলপাড়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের কেনাকাটায় নানা অনিয়মের প্রমাণ পায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দুর্নীতির অভিযোগে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করে ফিফা। বাফুফেও আজীবন নিষিদ্ধ করে তাকে।

বাফুফের তদন্ত

চাপে পড়ে তদন্ত কমিটি গঠন করে বাফুফে। কচ্ছপ গতির সেই তদন্ত শেষে বাফুফের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়। তবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি তাদের বিরুদ্ধে।

সাংবাদিকদের বাফুফে সভাপতির কটাক্ষ

উল্টো তদন্ত চলাকালে বাফুফে ভবনে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের বাবার জুতা পরা ছবি দেখাতে হবে বলে কটাক্ষ করেন সভাপতি কাজী সালাউদ্দিন।

সাফজয়ী নারী দলে ভাঙন

এ বছরই আর খেলবেন না জানিয়ে ক্যাম্প ছাড়েন সাফজয়ী দলের সদস্য সিরাত জাহান, আঁখি খাতুন। ৩০ মে বাফুফের চাকরি ছাড়েন নারী দলের সাফল্যের নেপথ্য নায়ক কোচ গোলাম রব্বানী। এর আগে মার্চে আর্থিক সংকটের কারণে নারী দলকে মিয়ানমারে অলিম্পিক বাছেইয়ে পাঠাতে ব্যর্থ হয় বাফুফে।

নারী ফুটবলারদের বিদ্রোহ

সাফ জয়ের পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার হতাশায় মগ্ন ছিলেন সাবিনারা। তবে জুনে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে নারী দল। এরপর বেতন বাড়ানোর দাবিতে বিদ্রোহ করে বসেন সাবিনা-সানজিদারা। পরে শীর্ষ ফুটবলারদের মাসিক বেতন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে ক্ষোভ সামলায় বাফুফে।

সাফে বাংলাদেশ দল

অপেশাদার সেশেলসের বিপক্ষে প্রীতি সিরিজ ড্র দিয়ে বছর শুরু করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে জুনে ভারতের বেঙ্গালুরুতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ায় জামাল ভূঁইয়ার দল। মাঠে লড়াকু ফুটবল উপহার দিয়ে ১৪ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের সেমিফাইনালে খেলে বাংলাদেশ। গ্রুপ পর্বে লেবানন ও সেমিফাইনালে কুয়েতের কাছে হারলেও নজর কাড়ে ফুটবলারদের লড়াকু মানসিকতা। মালদ্বীপ ও ভুটানের সঙ্গে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দাপুটে জয় পায় তারা।

বিশ্বকাপ বাছাই

সাফের পর আফগানিস্তানের সঙ্গে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ ড্র করে বাংলাদেশ। এরপর মালদ্বীপকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়াই জামাল-তপুদের বছরের সেরা সাফল্য।

মোরসালিনের আবির্ভাব

আর এসবের মধ্য থেকে বছরের সেরা প্রাপ্তি হয়ে উঠে আসেন শেখ মোরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম নজর কাড়েন ১৮ বছর বয়সী এই তরুণ। জাতীয় দলের জার্সিতে ৯ ম্যাচে গোল করেছেন ৪টি। তবে ভিন্ন খবরেও শিরোনাম হন তিনি।

মদকাণ্ড

সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার পথে ঢাকার বিমানবন্দরে ৬৪ বোতল মদ পাওয়া যায় মোরছালিন, তপু বর্মণ, আনিসুর রহমানসহ পাঁচ ফুটবলারের লাগেজে। অবিলম্বে তাদের নিষিদ্ধ করে বাফুফে ও বসুন্ধরা কিংস। সর্বনিম্ন নিষেধাজ্ঞার মেয়াদ শেষে এরই মধ্যে দলে ফিরেছেন মোরসালিন।

একাডেমি কাপ

তরুণ খেলোয়াড়দের খেলার সুযোগ দিতে এ বছরই একাডেমির ১০ ফুটবলারকে প্রথমবারের মতো নিলামে তোলে বাফুফে। বছরের শেষ দিকে বাফুফের অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ দেখাচ্ছে নতুন আশার আলো। বছরজুড়ে নানা বিতর্কের মধ্যেও জামাল-মোরসালিনরা দেশের ফুটবলে সঞ্চার করেছে নতুন গতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১০

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১১

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১২

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৩

আজ বিশ্ব পুরুষ দিবস

১৪

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৫

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৬

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৭

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৮

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

১৯

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

২০
X