

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে এক বছরের জন্য অংশীদারিত্বে গেছে। ‘অফিশিয়াল ডিজিটাল এন্টারটেইনমেন্ট পার্টনার’ হিসেবে এই চুক্তির বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাফুফে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগ বাফুফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে সমর্থকদের সঙ্গে ফুটবলের সংযোগ আরও ঘনিষ্ঠ হবে এবং কনটেন্ট ক্রিয়েটরদের যুক্ত করে জাতীয় ফুটবল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করা সম্ভব হবে বলে আশা করছে ফেডারেশন।
বাফুফে জানায়, বাংলাদেশে ফুটবল দীর্ঘদিন ধরেই আবেগ ও জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু। পুরুষ, নারী ও বয়সভিত্তিক ফুটবলে দর্শক আগ্রহ বাড়ার পাশাপাশি তরুণ প্রজন্ম মোবাইলভিত্তিক শর্ট ভিডিও কনটেন্টে বেশি সম্পৃক্ত হচ্ছে। এই বাস্তবতায় টিকটকের সঙ্গে অংশীদারিত্ব বাফুফেকে বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতে সহায়তা করবে।
চুক্তির আওতায় আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে ম্যাচের হাইলাইটস, খেলোয়াড়দের গল্প, অনুশীলনের নেপথ্য মুহূর্ত, সমর্থকদের প্রতিক্রিয়া এবং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করা হবে। পাশাপাশি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট কৌশলের মাধ্যমে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ, কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণ এবং ম্যাচ-ডে অ্যাক্টিভেশন পরিচালিত হবে, যা মৌসুমজুড়ে দর্শকসংখ্যা ও অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।
এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, “এই অংশীদারিত্ব সমর্থকদের সঙ্গে বাংলাদেশের ফুটবলের বন্ধনকে আরও শক্ত করবে। টিকটক আমাদেরকে ৯০ মিনিটের ম্যাচের বাইরেও আবেগ, গল্প ও রোমাঞ্চ তুলে ধরার সুযোগ দিচ্ছে। দেশের ফুটবল সংস্কৃতি ও সম্পৃক্ততা বাড়াতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।”
মন্তব্য করুন