ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বড় পরাজয়ের ভয়ে সৌদি আরব খেলবে না সাবিনাদের সঙ্গে

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের আসর সাফের বর্তমান শিরোপাধারী দল বাংলাদেশ। আগামী বছরের সাফের পরবর্তী আসরে শিরোপা ধরে রাখতে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানোর অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তাদের জন্য বড় কোনো দলের ব্যবস্থা করতে না পারলেও জানুয়ারিতে র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা সৌদি আরবে গিয়ে তাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের আয়োজনের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী জানুয়ারির ১ ও ৪ তারিখ সৌদি আরবের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল নারী ফুটবলারদের। তবে চলতি মাসে র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের পারফরম্যান্স ঘাবড়ে দিয়েছে মরুর দেশটিকে। তাই আপাতত বাংলাদেশের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাদের এই সিদ্ধান্তের কথা বাফুফেকেও জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

১ ও ৪ ডিসেম্বর কমলাপুরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচের ফল বাংলাদেশের জন্যও ছিল বিস্ময়কর। সেই ম্যাচে সিঙ্গাপুরের মেয়েদের ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাইফুল বারী টিটুর দল। দুই জয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ১৪০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

বাফুফে সূত্রের খবর, সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের এত বড় জয় খানিকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সৌদি আরবকে। বড় হারের ভয়ে তাদের নারী ফুটবলাররা এখনো বাংলাদেশের সঙ্গে খেলতে প্রস্তুত নয় বলে বাফুফেকে জানিয়েছে দেশটি। বাংলাদেশের কাছে বড় হারে বিব্রত হতে চায় না দেশটির ফেডারেশন। আপাতত পরের যে কোনো উইন্ডোতে সাবিনাদের সঙ্গে খেলতে আগ্রহের কথা জানিয়েছে সৌদি আরব। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘ওরা (সৌদি) পরের উইন্ডোতে খেলবে বলে জানিয়েছে। আপাতত আমাদের সঙ্গে খেলবে না।’

সৌদির সঙ্গে না খেলায় জানুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না বাংলাদেশের। লক্ষ্য ফেব্রুয়ারির উইন্ডোকে পরিপূর্ণভাবে কাজে লাগানো। গত বছর সিঙ্গাপুর ও লেবাননের সঙ্গে ফিফা উইন্ডো কাজে লাগাতে পারেনি বাফুফে। মিয়ানমারে গিয়ে খেলেনি অলিম্পিকের বাছাইপর্ব। ফেব্রুয়ারিতে তাই একাধিক দলকে আমন্ত্রণ জানাতে চায় বাফুফে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

১০

প্রথম আলোতে হামলার মামলায় ২ দিনের রিমান্ডে ৮ আসামি

১১

গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা 

১২

‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত হলেন কালবেলার ৬ সাংবাদিক

১৩

হাসিনা-টিউলিপ-আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

১৪

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতেই ধরা

১৫

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

দুর্নীতি দমনে প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

১৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার

১৮

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল ও বেড়া

১৯

প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি

২০
X