স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
২০২৪ সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল

ট্রফি তুমি কার?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহা নাটকীয়তায় শেষ হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চ ছড়িয়ে সেখানেও ১১-১১ সমতায় শেষ হয়। টস ভাগ্যে ভারতকে জয়ী ঘোষণা করেন ম্যাচের রেফারি। বাংলাদেশের প্রতিবাদে ভারতের জয়ের সিদ্ধান্ত পরিবর্তন করে কর্তৃপক্ষ। রাত সাড়ে দশটার পর পুরস্কার প্রদান মঞ্চে উভয় পক্ষকে সন্তুষ্ট করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে ফটোসেশনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তবে ঘটনার এখানেই সমাপ্তি ঘটেনি। ফাইনালের শিরোপা সঙ্গে নিয়ে যাবে ভারত।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় শিরোপা একটি; কিন্তু জিতেছে দুটি দেশ। সেক্ষেত্রে যৌথ চ্যাম্পিয়ন হলেও ভারত অনূধ্ব-১৯ নারী দল ট্রফি নিয়ে যাবে। স্বাগতিক বাংলাদেশের মেয়েরা কিছু দিনের মধ্যেই শিরোপা হাতে পাবে। এমনকি টুর্নামেন্ট সেরা, ফেয়ার প্লে ও ফাইনাল সেরার পুরস্কারগুলোও পরবর্তীতে দেওয়া হবে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

ফাইনালে ৮ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। স্বাগতিকদের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলকিপার স্বর্ণা রানীকে পরাস্ত করেন শিবানী দেবী৷ দারুণ প্লেসিংয়ে বল জালে জড়ান ভারতীয় স্ট্রাইকার। পিছিয়ে পড়ে ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৯৪ মিনিটের মাথায় দারুণ গোলে ১-১ ব্যবধানে স্বাগতিকদের সমতায় ফেরান স্ট্রাইকার সাগরিকা।

ফাইনাল ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ১১-১১ সমতায় শেষ হলেও টসে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। তবে এই টস করা নিয়ে আপত্তি জানাতে থাকেন বাংলাদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা। পরে সিদ্ধান্ত বদলান শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। পুনরায় মাঠে নামতে বলা হয় ভারতীয় ফুটবলারদের। তখন ভারতীয় ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যান।

শেষ পর্যন্ত বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ। এ রকম ঘোষণার ব্যাখ্যায় আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা সমঝোতার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। এক. ম্যাচটা আমরা পরিত্যক্ত করে আরেকটা ম্যাচ আয়োজন করা। দুই. টাইব্রেকার চালিয়ে নেওয়া এবং তিন. যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক যুগ্ম চ্যাম্পিয়নের ব্যপারে একমত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ময়মনসিংহে ট্রেনে আগুন

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১০

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

১১

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

১৩

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১৪

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

১৫

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

১৬

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

১৭

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

১৮

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

১৯

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

২০
X