ফুটবলে দর্শকদের উত্তেজনা বাড়াতে বেশ কিছু জিনিস কাজ করে। যার মধ্যে পেনাল্টি শুটআউট বা টাইব্রেকারকে উপরের দিকেই রাখবে দর্শকরা। ফুটবলে নকআউট পর্বে দুই দলের ১২০ মিনিটের লড়াইয়ের পর যখন পেনাল্টির মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় এর চেয়ে উত্তেজনার মনে হয় না আর কিছু আছে। তাই নকআউট পর্বের ম্যাচে পেনাল্টি শুটআউটের অপেক্ষায় থাকে ফুটবল ভক্তরা। তবে তাই বলে নির্ঘাত ৫৬ শটের টাইব্রেকার দেখার আশা কেউ কি করে?
কেউ এত লম্বা সময় ধরে হওয়া টাইব্রেকার না দেখলেও ইসরায়েলের তৃতীয় বিভাগের দুই দলের কল্যাণে তাই দেখল ফুটবল বিশ্ব।
A new world record was set tonight in Israel. M.S. Dimona beat Shimshon Tel Aviv 23:22 in a penalty shootout in the third league playoff semifinal. In the historic duel, 56 penalties were kicked, more than the 54 penalties kicked in March 2022, when Washington beat Bedlington in pic.twitter.com/U2v7DikKT6
— Sport5 (@sport5il) May 21, 2024সোমবার (২০ মে) ইসরায়েলের তৃতীয় বিভাগের সেমি-ফাইনাল প্রমোশনের প্লেঅফে এসসি দিনোমা ও চিমসন তেল আবিবের ম্যাচে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের এই বিশ্বরেকর্ড হয়। দিনোমা মরুভূমিতে হওয়া সোমবারের ম্যাাচটি ৯০ মিনিট ও পরে অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়। তৃতীয় বিভাগে ম্যাচটি টাইব্রেকারে দুই দল শট নেয় ২৮টি করে। শেষ পর্যন্ত অনন্তকাল ধরে চলা ম্যাচটি ২৩-২২ গোলে জিতে নেয় দিনোমা।
স্বীকৃত পর্যায়ের ফুটবলে এর আগের রেকর্ডটি ছিল ৫৪ শটের। অবশ্য রেকর্ডটি ছিল ইংল্যান্ডের আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপে বেডলিংটনকে ২৫-২৪ গোলে হারায় ওয়াশিংটন।
এ ছাড়াও গতবছরে মিসরে মর্ডান ফিউচার ১৪-১৩ গোলে হারায় পিরামিড এফসিকে। এ ছাড়াও নামিবিয়ায় ২০০৫ সালে ৪৮ পেনাল্টির এক ম্যাচ হয়।
মন্তব্য করুন