কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে যা বলল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না ইসলামাবাদ। একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জিউ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে আব্রাহাম চুক্তির সঙ্গে বোর্ড অব পিসে পাকিস্তানের অংশগ্রহণকে যুক্ত করে প্রকাশিত প্রতিবেদন নাকচ করেন তাহির আন্দ্রাবি। তিনি বলেন, এসব দাবি ভ্রান্ত ও বিভ্রান্তিকর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, শান্তি বোর্ডে যোগদানের সাথে আব্রাহাম চুক্তির কোনো সম্পর্ক নেই। এমনকি এ বিষয়টি ফিলিস্তিন সম্পর্কিত পাকিস্তানের নীতিগত অবস্থান থেকে কোনো বিচ্যুতি নয় বলেই আমরা মনে করি। ট্রাম্পের শান্তি বোর্ডে যোগদানের বিষয়ে তিনি বলেন, প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে। আন্দ্রাবি আরও বলেন, শান্তি বোর্ডে যোগদানের ক্ষেত্রে পাকিস্তানের প্রাথমিক উদ্দেশ্য হলো গাজায় যুদ্ধবিরতিকে সুসংহত ও টেকসই রেখে সংঘাত-পরবর্তী পুনর্গঠনকে সমর্থন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। আর এই উদ্যোগে পাকিস্তান একা নয়, আরও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ; সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং কাতারও শান্তি বোর্ডে যোগ দিয়েছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে একটি কূটনৈতিক চুক্তি করা হয়। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এবং পরবর্তীতে সুদান ও মরক্কো ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে।

ইহুদি, খ্রিস্টান ও মুসলিম; তিন ধর্মের আদি পিতা হযরত ইব্রাহিম (আ.)-এর নামে এই চুক্তির নামকরণ করা হয়েছে, যা মূলত শান্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই চুক্তিটি ফিলিস্তিন ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে আরব ও ইসরায়েলের মধ্যে একটি নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে।

আব্রাহাম চুক্তির ফলে উপসাগরীয় দেশগুলোর সাথে ইসরায়েলের সরাসরি বাণিজ্যিক, কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক স্থাপিত হয়েছে, যা দীর্ঘদিনের আরব-ইসরায়েল দ্বন্দ্বের একটি নতুন মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১০

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১১

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১২

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৩

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৪

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৫

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১৬

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৭

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৮

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৯

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

২০
X