বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, নিষিদ্ধ সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ শীর্ষ ৫ কর্তাকে বড় শাস্তি দিয়েছে ফিফা।
শাস্তি পাওয়া অন্য কর্তারা হলেন সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন, অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান ও প্রকিউরমেন্ট অফিসার ইমরুল হাসান। মূলত দুর্নীতি ও অনিয়মের দায়ে বাফুফের এই শীর্ষ কর্তাদের শাস্তি দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার (২৩ মে) ফিফার ওয়েব সাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটির এথিকস কমিটির এডজুকেটরি চেম্বার এই শাস্তির ঘোষণা দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, একাধিক সাক্ষ্যপ্রমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এরপরই শাস্তি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এথিকস কমিটি।
শাস্তির প্রতিবেদনে বলা হয়- বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগকে তিন বছরের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে ফিফা।
এ ছাড়া আবু হোসাইন ও মিজানুর রহমানকে দুই বছরের জন্য দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে তারা কোনো ধরনের ফুটবল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
নিষিদ্ধ করা না হলে আর্থিক জরিমানা করা হয়েছে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদীকে। ফিফার একাউন্টে জমা করতে হবে ১৩ লাখ টাকা। আর ইমরুল হাসানকে সর্তক করা হয়েছে।
মন্তব্য করুন