ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শুটার সাদিয়া সুলতানা আর নেই

অগ্নিদগ্ধ সৈয়দা সাদিয়া সুলতানাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আতিকুর রহমান। দুই শুটারই এখন স্মৃতির পাতায়। ছবি : সংগৃহীত
অগ্নিদগ্ধ সৈয়দা সাদিয়া সুলতানাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আতিকুর রহমান। দুই শুটারই এখন স্মৃতির পাতায়। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশীয় (এসএ) গেমসে পদকজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা ইন্তেকাল করেছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃত্যুর খবরটি কালবেলাকে নিশ্চিত করেছেন সাদিয়ার বাবা সৈয়দ সারোয়ার।

ওপরের ছবিতে সর্ববামে সাদিয়া, সঙ্গী শারমিন আক্তার রত্না ও তৃপ্ত্তি দত্ত

২০১৭ সালে রান্নঘরে অগ্নি দুর্ঘটনার শিকার হন এক সময়ের অন্যতম দেশসেরা শুটার। দগ্ধ হয় শরীরের ২৫ শতাংশ। আগুনে ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালিও। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে কয়েক মাসের চিকিৎসায় গায়ের ক্ষত শুকিয়েছে বটে; কিন্তু মনের ক্ষত বয়ে বেড়িয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত! মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় কেটেছে জীবনের শেষ সময়গুলো।

মৃত্যুর আগের অবস্থা সম্পর্কে সাদিয়ার পিতা সৈয়দ সারোয়ার কালবেলাকে বলছিলেন, ‘অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিল মেয়েটা। এ সংক্রান্ত চিকিৎসাও চলছিল। সোমবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। দুপুর সোয়া দুটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

২০১০ সালের যুব অলিম্পিকের উদ্বোধনী মার্চ-পাস্টে জাতীয় পতাকা বহন করেছেন সৈয়দা সাদিয়া সুলতানা। ওই আসরের আগেই বৈশ্বিক আসরে সাফল্যর সিঁড়ি টপকেছেন। পাদপ্রদীপের আলোয় আসা ঢাকা এসএ গেমস দিয়ে। শারমিন আক্তার রত্মা ও তৃপ্তি দত্তকে নিয়ে ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন। একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন শারমিন আক্তার রত্না; রুপা জিতেছেন সাদিয়া সুলতানা। দিল্লি কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল একক ইভেন্টে রত্না রুপা জয় করেন; এ ইভেন্টে সাদিয়া সুলতানা ছিলেন পদকশূন্য। দ্বৈত ইভেন্টে সাদিয়া-রত্না জুটির কল্যাণে ভারত ও ইংল্যান্ডকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেল ব্যাজ ইভেন্টে শারমিন আক্তার রত্না স্বর্ণ জিতেছেন, রুপা জেতেন সাদিয়া সুলতানা।

কেবল সাদিয়া নয়; সৈয়দ পরিবারের বাকি চার সদস্য জাতীয় ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত। সৈয়দ সালেহ মো. সাজ্জাদ উল্লাহ ২০১১ সালের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, তিনি বর্তমানে স্বীকৃত কোচ হিসেবে কাজ করছেন। সাজ্জাদের পথ ধরেই ক্রীড়াঙ্গনে আসেন সৈয়দা সাদিয়া সুলতানা। সহোদরের মতো ব্যাডমিন্টন নয়, বেছে নেন শুটিং। সাদিয়ার দেখানো পথে শুটিংয়ে আসেন সৈয়দা সায়মা সুলতানা। অগ্রজের মতো অতোটা সমৃদ্ধ হয়নি তার ক্যারিয়ার। জাতীয় আসরে একাধিক পদক অবশ্য জিতেছেন সায়মা।

সাদিয়া-সায়মার মাধ্যমে সৈয়দ পরিবারে শুটিংয়ের যে স্রোত প্রবাহিত হয়েছে, তাতে ছেদ টানেন সৈয়দ সাকের মো. সিবগাত উল্লাহ। বড় ভাই সাজ্জাদের মতো বেছে নেন ব্যাডমিন্টন। সিবগাতের মতো এসএসএম সিফাত উল্লাহ গালিবও ব্যাডমিন্টন বেছে নিয়েছেন। খেলছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটকা ফুটানো নিয়ে রাতে সংঘর্ষে জড়াল দুই মহল্লার বাসিন্দারা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেল

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের সর্বশেষ অবস্থা

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের উদাসীনতার অভিযোগ জাতীয় ছাত্রশক্তির

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন : ইশরাক

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

১০

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

১১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

১২

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

১৩

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

১৪

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

১৫

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১৬

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১৭

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১৮

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

১৯

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

২০
X