ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শুটার সাদিয়া সুলতানা আর নেই

অগ্নিদগ্ধ সৈয়দা সাদিয়া সুলতানাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আতিকুর রহমান। দুই শুটারই এখন স্মৃতির পাতায়। ছবি : সংগৃহীত
অগ্নিদগ্ধ সৈয়দা সাদিয়া সুলতানাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আতিকুর রহমান। দুই শুটারই এখন স্মৃতির পাতায়। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশীয় (এসএ) গেমসে পদকজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা ইন্তেকাল করেছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃত্যুর খবরটি কালবেলাকে নিশ্চিত করেছেন সাদিয়ার বাবা সৈয়দ সারোয়ার।

ওপরের ছবিতে সর্ববামে সাদিয়া, সঙ্গী শারমিন আক্তার রত্না ও তৃপ্ত্তি দত্ত

২০১৭ সালে রান্নঘরে অগ্নি দুর্ঘটনার শিকার হন এক সময়ের অন্যতম দেশসেরা শুটার। দগ্ধ হয় শরীরের ২৫ শতাংশ। আগুনে ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালিও। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে কয়েক মাসের চিকিৎসায় গায়ের ক্ষত শুকিয়েছে বটে; কিন্তু মনের ক্ষত বয়ে বেড়িয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত! মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় কেটেছে জীবনের শেষ সময়গুলো।

মৃত্যুর আগের অবস্থা সম্পর্কে সাদিয়ার পিতা সৈয়দ সারোয়ার কালবেলাকে বলছিলেন, ‘অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিল মেয়েটা। এ সংক্রান্ত চিকিৎসাও চলছিল। সোমবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। দুপুর সোয়া দুটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

২০১০ সালের যুব অলিম্পিকের উদ্বোধনী মার্চ-পাস্টে জাতীয় পতাকা বহন করেছেন সৈয়দা সাদিয়া সুলতানা। ওই আসরের আগেই বৈশ্বিক আসরে সাফল্যর সিঁড়ি টপকেছেন। পাদপ্রদীপের আলোয় আসা ঢাকা এসএ গেমস দিয়ে। শারমিন আক্তার রত্মা ও তৃপ্তি দত্তকে নিয়ে ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন। একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন শারমিন আক্তার রত্না; রুপা জিতেছেন সাদিয়া সুলতানা। দিল্লি কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল একক ইভেন্টে রত্না রুপা জয় করেন; এ ইভেন্টে সাদিয়া সুলতানা ছিলেন পদকশূন্য। দ্বৈত ইভেন্টে সাদিয়া-রত্না জুটির কল্যাণে ভারত ও ইংল্যান্ডকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেল ব্যাজ ইভেন্টে শারমিন আক্তার রত্না স্বর্ণ জিতেছেন, রুপা জেতেন সাদিয়া সুলতানা।

কেবল সাদিয়া নয়; সৈয়দ পরিবারের বাকি চার সদস্য জাতীয় ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত। সৈয়দ সালেহ মো. সাজ্জাদ উল্লাহ ২০১১ সালের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, তিনি বর্তমানে স্বীকৃত কোচ হিসেবে কাজ করছেন। সাজ্জাদের পথ ধরেই ক্রীড়াঙ্গনে আসেন সৈয়দা সাদিয়া সুলতানা। সহোদরের মতো ব্যাডমিন্টন নয়, বেছে নেন শুটিং। সাদিয়ার দেখানো পথে শুটিংয়ে আসেন সৈয়দা সায়মা সুলতানা। অগ্রজের মতো অতোটা সমৃদ্ধ হয়নি তার ক্যারিয়ার। জাতীয় আসরে একাধিক পদক অবশ্য জিতেছেন সায়মা।

সাদিয়া-সায়মার মাধ্যমে সৈয়দ পরিবারে শুটিংয়ের যে স্রোত প্রবাহিত হয়েছে, তাতে ছেদ টানেন সৈয়দ সাকের মো. সিবগাত উল্লাহ। বড় ভাই সাজ্জাদের মতো বেছে নেন ব্যাডমিন্টন। সিবগাতের মতো এসএসএম সিফাত উল্লাহ গালিবও ব্যাডমিন্টন বেছে নিয়েছেন। খেলছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির প্যানেলের সনাতন ধর্মের সেই সুজন চন্দ্র বিজয়ী

বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘের বার্তা

মাদ্রাসায় ক্রিকেট চালুর চিন্তা বিসিবির, যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

রাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস

১৭ হলের ভিপি-জিএস-এজিএস পদে ছাত্রশিবিরের জয়

আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে

পুরো কলেজে একজন পরীক্ষার্থী, তবু ফেল

জানা গেল দুপুর পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া

রাকসুর কেন্দ্রীয় ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

রাকসুর চূড়ান্ত ফল ঘোষণা, কোন পদে কারা জয়ী

১০

রাকসু নির্বাচনের ফল নিয়ে ছাত্রদলের এজিএস প্রার্থী এষার প্রতিক্রিয়া

১১

পদত্যাগ করছেন লাতিন আমেরিকার মার্কিন সামরিকপ্রধান

১২

ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

১৩

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

১৪

হিনা খানের কণ্ঠে কৃতজ্ঞতার সুর

১৫

জিৎ গাঙ্গুলির কণ্ঠে হতাশা

১৬

প্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে

১৭

পরপর ৩ জুমা না পড়লে যা ঘটে

১৮

হামাসকে ‘মারার’ হুমকি যুক্তরাষ্ট্রের

১৯

টিভিতে আজকের খেলা

২০
X