

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন কয়েকশ কোটি। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে এ প্ল্যাটফর্মটি সবসময়ই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে অনেক সময় নতুন ফিচারগুলো এতটাই নীরবে যুক্ত হয়, বেশিরভাগ ব্যবহারকারী তা টেরই পান না।
এবার ব্যবহারকারীদের জন্য ফেসবুক নিয়ে এলো নতুন থিম। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটি বিশেষ কোনো ফিচার নয়। ফেসবুকের এই নতুন থিমে ফেসবুক অ্যাপ চালুর সময় হঠাৎ ভেসে ওঠা ভিন্নধর্মী লোগো। ‘উইন্টার স্নো’ থিমের এ নতুন লোগো অ্যাপটি খুললে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে। ফলে অনেকে ধারণা করছেন—ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে? ফেসবুকের এই পরিবর্তন ঘিরে অনলাইনে চলছে তুমুল বিতর্ক ও কৌতূহল।
স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলতেই মূল পেজ লোড হওয়ার আগে ‘লঞ্চ স্ক্রিনে’ দেখা যাচ্ছে নতুন এক লোগো। চিরচেনা নীল-সাদা রঙের বদলে তুষারঢাকা হালকা নীল ফেসবুক চিহ্ন। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এই লোগো ভেসে উঠছে। শীত মৌসুমের শুরু হওয়ায় অনেক ব্যবহারকারী মনে করছেন, এটি সম্ভবত শীতকালীন কোনো বিশেষ থিম। তবে এটি সাময়িক নকশা, নাকি কোনো প্রযুক্তিগত সমস্যার ফল—তা বুঝে উঠতে না পেরে ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি।
ব্যবহারকারী অনেক দিন ধরেই এই থিমটি দেখছেন। তবে প্রযুক্তিবিদ ও ডিজাইন বিশ্লেষকদের একাংশ বলছেন, এটা কোনো কারিগরি ত্রুটি নয়। বরং মেটার পরিকল্পিতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ পরীক্ষা করছে।
যদিও এখন পর্যন্ত মেটা অফিসিয়ালভাবে নতুন লোগো বা থিম সংক্রান্ত কোনো ঘোষণা দেয়নি।
তথ্য অনুযায়ী, নতুন লোগোর পক্ষে যুক্তি দেওয়া নেটিজেনরা কয়েকটি দিক তুলে ধরছেন—
ভিজ্যুয়াল আধুনিকীকরণ : পুরোনো ‘ফ্ল্যাট নীল’ লোগোর বদলে এখন আরও হালকা, সূক্ষ্ম ও গ্রেডিয়েন্টধর্মী রং ব্যবহার করা হয়েছে, যা ডিজাইনে আধুনিকতা যোগ করছে।
পাঠযোগ্যতা ও কনট্রাস্ট : হালকা কিংবা গাঢ়—যে কোনো ব্যাকগ্রাউন্ডেই ‘ফেডেড’ লোগো স্পষ্ট দেখা যায়। ফলে অ্যাপ লঞ্চ বা লোডিং স্ক্রিনে লোগোর দৃশ্যমানতা বেড়েছে।
মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য : মেটার অন্যান্য অ্যাপ—যেমন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম—ইতোমধ্যে ভিজ্যুয়াল রিফ্রেশের মধ্য দিয়ে গেছে। নতুন ফেসবুক লোগোও হয়তো সেই ধারাবাহিকতার অংশ।
তবে লোগো নিয়ে এত আলোচনা চললেও মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে এটি সাময়িক থিম, পরীক্ষামূলক আপডেট, নাকি স্থায়ী পরিবর্তন—তা এখনো পরিষ্কার নয়।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো নিজেদের লোগোতে বড় পরিবর্তন আনে ফেসবুক; তখন ‘F’ ব্যতীত অন্যান্য সব অক্ষরের নকশা বদলে ফেলা হয়।
মন্তব্য করুন