কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিল সুদানের সেনাবাহিনী

প্রেসিডেন্ট প্রাসাদে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট প্রাসাদে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সুদানের সেনাবাহিনী। তারা জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) সেনাবাহিনী খার্তুমের কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশকে বিভক্ত করার হুমকি দেওয়া প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দুই বছরের পুরোনো সংঘাতের সবচেয়ে প্রতীকী সাফল্যের মধ্যে এটি একটি। দেশটিতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ব্যাকফুটে ছিল। কিন্তু সম্প্রতি তারা অগ্রগতি অর্জন করছে এবং আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছ থেকে দেশের কেন্দ্রস্থলের অঞ্চল পুনরুদ্ধার করেছে।

এদিকে আরএসএফ পশ্চিমে নিয়ন্ত্রণ একীভূত করেছে, যুদ্ধক্ষেত্রকে আরও শক্তিশালী করেছে এবং দেশকে কার্যত বিভক্তির দিকে নিয়ে গেছে। গোষ্ঠীটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যদিও এটি ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে না।

সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্য খার্তুমের মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিয়ন্ত্রণও নিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, আরএসএফ যোদ্ধারা প্রায় ৪০০ মিটার দূরে সরে গেছে।

২০২৩ সালের এপ্রিলে সশস্ত্র বাহিনীতে আধা-সামরিক বাহিনীর একীভূতকরণ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর, আরএসএফ দ্রুত খার্তুমের প্রাসাদটি এবং শহরের বাকি অংশ দখল করে নেয়।

সেনাবাহিনী প্রাসাদে সৈন্যদের উল্লাসের ভিডিও শেয়ার করেছে। এতে দেখা গেছে, কাচের জানালা ভেঙে গেছে এবং দেয়ালে গুলির চিহ্ন রয়েছে। তবে প্রাসাদ পুনরুদ্ধার এবং খার্তুমে সেনাবাহিনীর অগ্রগতি সম্পর্কে আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার গভীর রাতে এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা দেশের পশ্চিমে অবস্থিত উত্তর দারফুরে সেনাবাহিনীর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে। অনেক সুদানি সেনাবাহিনী প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার খবরকে স্বাগত জানিয়েছে।

৫৫ বছর বয়সী খার্তুমের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রাসাদের মুক্তি আমার শোনা সেরা খবর। কারণ এর অর্থ হলো খার্তুমের বাকি অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসার শুরু। আমরা আবার নিরাপদে থাকতে চাই এবং ভয় বা ক্ষুধা ছাড়াই বাঁচতে চাই।

জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাত বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের দিকে পরিচালিত করেছে, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ এবং ৫ কোটি মানুষের দেশজুড়ে রোগ ছড়িয়ে পড়েছে।

সংঘাতে উভয়পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, অন্যদিকে আরএসএফের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়েছে। তবে উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১০

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

১১

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১২

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১৩

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১৪

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৫

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৬

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৭

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৯

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

২০
X