বড় ধরনের ঘুষ কেলেঙ্কারির মুখে নেপালের কেন্দ্রীয় সরকারের ফেডারেল ও সাধারণ প্রশাসন মন্ত্রী রাজকুমার গুপ্তা পদত্যাগ করেছেন। বিষয়টি মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নিশ্চিত করেন তিনি।
গুপ্তার পদত্যাগের পেছনে রয়েছে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং। অডিও রেকর্ডিংয়ে তাকে কাস্কি জেলায় ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগে প্রভাব বিস্তার এবং ভূমি সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্তে অর্থের বিনিময়ে সুবিধা দেওয়ার কথা বলতে শোনা গেছে।
অডিও ক্লিপটি গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ধারণ করা বলে মনে করা হচ্ছে। এতে পোখারার ভূমি সংক্রান্ত বিভিন্ন আলোচনা এবং ভূমি রাজস্ব অফিসে চাপ প্রয়োগ করার বিষয়ও উঠে এসেছে।
অডিওটি ফাঁস হওয়ার পর দেশজুড়ে জনগণ, বিরোধী দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের রক্ষা করার অভিযোগ তোলেন এবং মন্ত্রী গুপ্তার পদত্যাগ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পদত্যাগের আগে গুপ্তা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র সঙ্গে বৈঠক করেন এবং সেদিন সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠতেও অংশ নেন, যদিও তখন তার অপসারণের দাবিতে ব্যাপক চাপ চলছিল।
আরও অভিযোগ রয়েছে, গুপ্তা ভূমি রাজস্ব অফিসগুলোতে নিজের পছন্দের সিদ্ধান্ত বাস্তবায়নে চাপ দিয়েছেন এবং নির্দেশ না মানলে অন্য মন্ত্রণালয়ে বদলি করে দেওয়ার হুমকি দিয়েছেন।
সূত্র অনুসারে, কৌশলে পদত্যাগ করলেও গুপ্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত চলছে।
তথ্যসূত্র : নেপাল নিউজ, মাই রিপাবলিকা
মন্তব্য করুন