জাপানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিককে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। খবর বিবিসির
‘জাপানের আয়রন লেডি’ খ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে পরিচিত। এটি তার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা ছিল এবং এবারই তিনি সফল হলেন।
তবে তাকাইচির দায়িত্বভার নেওয়া সহজ হবে না। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে প্রধানমন্ত্রীর পদে স্থিতিশীলতা নেই। পাঁচ বছরে চতুর্থবারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল দেশটি। এর আগের নেতারা এলডিপির নানা কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত হয়ে পদত্যাগ করেন।
এলডিপির কট্টরপন্থি ধারা থেকে উঠে আসা তাকাইচি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আবের নীতি ও দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারও করেছেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ—মন্দার কবলে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্ক সামলানো এবং কেলেঙ্কারি-জর্জরিত এলডিপিকে ঐক্যবদ্ধ রাখা।
মন্তব্য করুন