

শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভয়াবহ এই ভূমিকম্পের পর দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে সম্ভাব্য বিপদের সময়সীমা কেটে যাওয়ার পর সুনামির সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
দেশটির সংবাদমাধ্যম জানায়, আইওয়াতে বিভাগ এবং হোকাইদো ও অমোরির কিছু অংশে দেওয়া সুনামি সতর্কতা তুলে নিয়েছে আবহাওয়া বিভাগ।
এর আগে, ভূমিকম্পের পরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আমোরি ও হোকাইদো উপকূলের কাছে গভীর সমুদ্রে। সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পূর্ব জাপানের উপকূলে তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
মন্তব্য করুন