রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে অনেকটা লোকচক্ষুর আড়ালে সমাহিত করা হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহতের ছয় দিনের মাথায় আজ মঙ্গলবার (২৯ আগস্ট) শেষকৃত্য শেষে তাকে সমাহিত করা হলো। খবর রয়টার্সের।
মঙ্গলবার প্রিগোজিনের প্রেস উইং এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, প্রিগোজিনের শেষকৃত্য সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। যারা তাকে বিদায় জানাতে চান তারা পোরোখভস্কয় সেমিট্রি যেতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রিগোজিনের গাঢ় গ্রানাইট পাথরের সমাধিটি ফুলে ফুলে ঢাকা পড়েছে। এসব ফুলের বেশির ভাগই লাল গোলাপ।
গত বুধবার (২৩ আগস্ট) মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানে প্রিগোজিনও ছিলেন।
বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিনের মৃত্যু নিয়ে প্রথমে ধোঁয়াশা সৃষ্টি হলেও গতকাল রুশ তদন্ত দল জানিয়েছে, এই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
প্রিগোজিনের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না, আগেই জানিয়েছিল ক্রেমলিন। প্রিগোজিনের শেষকৃত্যে পুতিন যোগ দিবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে এখনো পরিকল্পনা করা হয়নি। এমনকি তার শেষকৃত্য নিয়ে ক্রেমলিনের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা তাদের পারিবারিক বিষয়।
প্রিগোজিনের শেষকৃত্যে অংশ না নিলেও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন পুতিন। তিনি বলেন, বহু বছর ধরে তিনি প্রিগোজিনকে চেনেন। ৯০-এর দশকের সেই বিশৃঙ্খল সময় থেকে।
প্রিগোজিনকে প্রতিভাবান ব্যবসায়ী উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মন্দ কপালের মানুষ ছিলেন। তিনি জীবনে গুরুতর ভুল করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। এমনকি ইউক্রেনের বাখমুত শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওয়াগনার বাহিনী।
তবে রুশ সামরিক নেতাদের প্রতি অসন্তোষ থেকে গত ২৩ জুন বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। যদিও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই বিদ্রোহ থেকে সরে আসেন তিনি। এ বিদ্রোহের পর পুতিনের চক্ষুশূলে পরিণত হন প্রিগোজিন। এ বিদ্রোহের দুই মাস পর গত বুধবার মস্কোয় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন প্রিগোজিন।
মন্তব্য করুন