সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি
এক ডলার সমমূল্যে ভারতীয় রুপি ৮৪.৭৫ এ পৌঁছায়। ছবি : সংগৃহীত

ভারতীয় মুদ্রার বাজারে অস্থিরতা চলছে। গত তিন দিনে ভারতীয় রুপি তার ইতিহাসের সর্বনিম্ন মানে পৌঁছেছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এক ডলার সমমূল্যে রুপি ৮৪.৭৫ এ পৌঁছায়। এটি ছিল ভারতীয় রুপির রেকর্ড সর্বনিম্ন মান।

বুধবার (০৪ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনের এই দরপতনের পেছনে কয়েকটি কারণ খুঁজে পেয়েছে। প্রথমত, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় কম হয়েছে।

২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর মাসে ভারতীয় অর্থনীতি ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ১৮ মাসের মধ্যে সবচেয়ে কম। দ্বিতীয়ত, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ইউরোপীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রুপি আরও কমেছে।

এছাড়া, ২০২২ সালের মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যও রুপি দুর্বল হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্প বলেছিলেন, ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) দেশগুলোকে ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে, না হলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিশ্বের বৃহত্তম মুদ্রা বাজারে এ ধরনের অস্থিরতার কারণে ভারতীয় রুপি তার মান হারিয়েছে। তবে, রুপি দরপতনের পর ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) এবং বিদেশি ব্যাংকগুলো কিছুটা হস্তক্ষেপ করেছে, যার ফলে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে।

বিশ্ববাজারের সংকট এবং ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিও রুপি দুর্বল হওয়ার অন্যতম কারণ। ভারতে বিনিয়োগের ক্ষেত্রে সংকোচন সৃষ্টি হয়েছে, যা রুপির ওপর চাপ ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, রুপি কমে যাওয়ার কারণে আমদানি খরচ বাড়বে এবং মুদ্রাস্ফীতির হারও বৃদ্ধি পেতে পারে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিতে পারে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী। তিনি আরও জানান, ডলার সূচক বৃদ্ধির ফলে উদীয়মান বাজারের মুদ্রায় চাপ পড়েছে, তবে ভারতের মুদ্রার অবস্থানও কিছুটা শক্তিশালী রয়েছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রুপির ভবিষ্যৎ নির্ভর করবে ভারতের অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১০

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১১

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১২

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৩

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৪

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৫

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৬

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৭

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৮

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৯

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

২০
X