কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী জনসভায় ভাষণ দিতে পশ্চিমবঙ্গে মোদি

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গে আসছেন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই তার এই সফর বলে ধারণা করা হচ্ছে।

বিকেলে বিহারে একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর মোদি দুর্গাপুরে পৌঁছাবেন। সেখানে নেহরু স্টেডিয়ামে বিজেপির আয়োজিত একটি বড় জনসভায় ভাষণ দেবেন তিনি।

এর আগে গত ২৯ মে মোদি পশ্চিমবঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে এক জনসভায় অংশ নেন। সে সময় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

বিহার ও পশ্চিমবঙ্গ—উভয় রাজ্যেই বিধানসভা নির্বাচন আগামী বছরের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মোদির এই সফরকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

বিহারে ভাষণ শেষ করে মোদি পাটনা থেকে বিমানে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে আসবেন। সেখান থেকে তিনি সড়কপথে জনসভাস্থলে যাবেন। শেষ তিন কিলোমিটার পথে তিনি গাড়ির জানালা থেকে জনগণকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে মোদির জন্য দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি রাজনৈতিক ভাষণের জন্য, আরেকটি প্রশাসনিক বৈঠকের জন্য। ওই বৈঠক থেকে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেবেন।

বৃহস্পতিবার রাতে মোদি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জনসভায় যোগ দিতে মানুষকে আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের কারণে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। রাজ্যের উন্নয়ন সম্ভব শুধু বিজেপির হাতেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার তৃণমূল তাদের নির্বাচনী প্রচারে তুলে ধরতে পারে বাঙালিদের হেনস্তার অভিযোগ, বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে, তা নিয়েই তারা মুখর হতে পারে।

অন্যদিকে, বিজেপি এবার তৃণমূলের দুর্নীতিকে বড় ইস্যু বানাতে চাইছে। তাদের ঘোষণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে দুর্নীতির দায়ে বিদায় নিতে হবে, আর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে।

উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০২১ সালে। তৃণমূল পেয়েছিল ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি, বিজেপি ৭৭টি, আর নতুন দল আইএসএফ জিতেছিল ১টি আসনে। কংগ্রেস ও বাম দল কোনো আসন পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে রাকেশ রোশান

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

গাজীপুরে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

ভারতকে ন্যাটোর হুমকির পর পাকিস্তান সফরে যাচ্ছেন ট্রাম্প

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি

ডোবায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নেপালের বিপক্ষে হামজা-সামিতকে পাচ্ছে না বাংলাদেশ

আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার

প্রাকৃতিক ৭ উপায়ে ত্বক রাখুন মসৃণ ও সুন্দর

ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি

১০

ভিসাপ্রার্থীদের জন্য আমেরিকার কড়া বার্তা

১১

এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

১২

হাদিস: ইসলামী জীবনের পথনির্দেশ

১৩

প্রাইভেটকারে চুরির গরু নিয়ে যাচ্ছিল চোর, অতঃপর...

১৪

গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খোকন

১৫

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

১৬

গোপালগঞ্জে হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম

১৭

খাল দখল করে পৌর মার্কেট নির্মাণ

১৮

ডেঙ্গুর প্রকোপ নিয়ে আন্তর্জাতিক গবেষণার ফল

১৯

গুগল সার্চে বড় পরিবর্তন, যুক্ত হলো একাধিক নতুন ফিচার

২০
X