কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতি চুক্তি

শনিবার ৩ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি

মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি।  ছবি : সংগৃহীত
মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই মুক্তির মাধ্যমে ৩৬৯ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড একটি টেলিগ্রাম পোস্টে তিন জিম্মির নাম প্রকাশ করে। খবর টাইমস অব ইসরায়েল।

মুক্তি পেতে যাওয়া এই তিন জিম্মির নাম হলো আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক সাগুই ডেকেল-চেন, রাশিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক আলেকজান্ডার ‘সাশা’ ট্রুফানভ এবং আর্জেন্টিনা বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক ইয়ের হর্ন।

এই তিন জিম্মি ২০২৩ সালের অক্টোবর মাসে গাজার সংঘর্ষের সময় বন্দি হন। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিসর এবং কাতারের মধ্যস্থতাকারীরা এই তিনজনের মুক্তির তালিকা হামাসের কাছ থেকে পেয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে, এই তিন জিম্মি আগামী শনিবার মুক্তি পাবেন।

ইসরায়েল আরও জানিয়েছে, তিন জিম্মির পরিবারের সদস্যদের ইতোমধ্যে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এসব বন্দি ৭ অক্টোবর ২০২৩ তারিখে ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক হন। তাদের মধ্যে ৩৩৩ জন সাধারণ বন্দি এবং ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছে।

ফিলিস্তিনের প্রিজনার মিডিয়া অফিসের মতে, এ পর্যন্ত প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রক্রিয়া চলছে। এই বন্দিরা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর অভিযোগ ছাড়াই দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন। ইসরায়েলি সরকার শনিবার ৩৬৯ জন বন্দি মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই বন্দিবিনিময় হচ্ছে। গত ১৯ জানুয়ারি, হামাস এবং ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে, সোমবার (১০ ফেব্রুয়ারি) হামাস অভিযোগ করেছিল যে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং এই কারণে তারা জিম্মি মুক্তির প্রক্রিয়া স্থগিত করেছে।

এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল হয়ে যাবে। ট্রাম্প আরও বলেন, হামাসকে তাদের প্রতিশ্রুতি পালন করতে হবে এবং মুক্তি দিতে হবে সব জিম্মিকে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে গাজার উপর আবারও হামলা শুরু করা হবে। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

এখন পর্যন্ত হামাস যুদ্ধবিরতির অধীনে ১৬ ইসরায়েলি এবং পাঁচ থাই নাগরিককে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে, ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ ইসরায়েলি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির এই চুক্তি অনুসারে, বন্দি বিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে আশা করা হচ্ছে যে, গাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তবে, পরিস্থিতি এখনো জটিল এবং আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X