কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ইসরায়েলের এই বেপরোয়া কার্যক্রম আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করছে এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি অবিলম্বে উসকানিমূলক তৎপরতা বন্ধ এবং কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সম্মিলিত প্রয়াস গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ইসরায়েলের ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে ওআইসিকে আরও সোচ্চার হতে হবে এবং সংহতির ভিত্তিতে কৌশলগত ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আইসিজেতে ওআইসির আইনি পদক্ষেপ এবং ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ কৃতজ্ঞ। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার এবং আইসিজেতে চলমান মামলায় অর্থায়নের ক্ষেত্রে সহায়তা চেয়েছেন।

মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ইসলামভীতির বিরুদ্ধে ওআইসিকে আরও কার্যকর ও বিস্তৃত ভূমিকা নেওয়ার আহ্বান জানান তৌহিদ হোসেন। তিনি বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহি ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও শক্তিশালী করা জরুরি।

সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিকেলে ইরানের ওপর ইসরায়েলি হামলা ইস্যুতে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে : সামান্তা শারমিন 

হিন্দু-মুসলিম বড় বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি : সেলিমুজ্জামান

সিরিয়ার শ্রমবাজার এখন কেমন?

ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ

পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

১০

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

১১

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

১২

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

১৪

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

১৫

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

১৬

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

১৭

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

১৮

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১৯

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

২০
X