রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের ঠেকাতে ইইউর নতুন পদক্ষেপ

লোহিত সাগরে টহলরত মার্কিন রণতরী। ছবি : রয়টার্স
লোহিত সাগরে টহলরত মার্কিন রণতরী। ছবি : রয়টার্স

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে অস্থিতিশীল লোহিত সাগর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে দলটি অব্যাহতভাবে এ নৌপথে জাহাজে হামলা চালিয়ে আসছে। এবার তাদের ঠেকাতে নতুন পদক্ষেপের কথা জানান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, লোহিত সাগর ও এডন উপসাগরে ইয়েমেনিদের রুখতে ব্লকের সব পররাষ্ট্রমন্ত্রীরা নতুন চুক্তি করতে চলেছে। এ অঞ্চলে আগামী ১৯ জানুয়ারির বৈঠকে জাহাজকে সুরক্ষা দিতে তারা নৌ মিশন পরিচালনার ব্যাপারে চুক্তি করতে পারেন।

ইইউর কর্মকর্তারা জানিয়েছেন, ৭টি দেশ ইতোমধ্যে জাহাজ ও বিমান সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়েছে। এরমধ্যে বেলজিয়াম ও জার্মানি ফ্রিগেট দিতে সম্মত হয়েছে। বহুল ব্যবহৃত এ নৌপথে জাহাজ চলাচলে হুতিদের হামলার জবাব দিতে তারা এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

এর আগে হুতিরা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রণতরীতে হামলার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। এমন সময়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের পদক্ষেপের কথা জানান দিয়েছে।

হুতিরা জানিয়েছে, তারা এবার লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশদের রণতরীতে হামলা চালাতে পারে। আত্মরক্ষার জন্য এ হামলা চালানো হবে বলে জানিয়েছিল গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র জানান, আমেরিকা ও ব্রিটিশ রণতরী এ আগ্রাসনে অংশ নিয়েছে। তারা দেশটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। দলটি মার্কিন রণতরী ইউএসএস গ্রেভলিকে লক্ষ্য করে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে।

উল্লেখ্য, ১২ জানুয়ারি থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে মার্কিন জোট। ওই দিন আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১০

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১১

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১২

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৪

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৫

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৬

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

১৭

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

১৮

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

১৯

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

২০
X