কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

একছুট কাইজার পর মিলেমিশে চলার বার্তা ইরান-পাকিস্তানের

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও ইরানের সম্পর্ক উত্তেজনার চরম শিখরে পৌঁছায়। কয়েক দিন ধরে চলে সামরিক মহড়া ও উচ্চবাচ্য। তবে এসব দূরে সরিয়ে রেখে এবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে তেহরান ও ইসলামাবাদ। শুধু তাই নয়, দুই দেশের মধ্যকার যাবতীয় সব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে দুপক্ষ। শুক্রবার (১৯ জানুয়ারি) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের কার্যালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

গত মঙ্গলবার ইরান পাকিস্তানে হামলা চালালে দুদেশের মধ্যে উত্তেজনা ছড়ায়। ইরানের হামলার জবাবে দুদিন পর পাকিস্তান পাল্টা হামলা চালালে এই উত্তেজনা আরও বাড়ে। পাল্টাপাল্টি হামলার প্রতিবাদে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় দুপক্ষ। তবে শুক্রবার আলোচনা শেষে দুই দেশের রাষ্ট্রদূতই এখন স্ব স্ব কর্মস্থলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে শুক্রবার ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপের তেহরানের সঙ্গে সব ধরনের ইস্যুতে কাজ করার ইচ্ছা প্রকাশ করে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ইরানের সঙ্গে সব বিষয়ে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। দু দেশের বিরাজমান উত্তেজনা কমাতেও সম্মত হয়েছেন দুজন। দুই দেশের রাষ্ট্রদূতদের নিজ নিজ রাজধানীতে ফেরা নিয়েও আলোচনা হয়েছে

গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার ইরান পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করলে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। সবশেষ গতকাল বৃহস্পতিবার ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ইরানের অন্তত ৯ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরান হামলা করলে পাকিস্তানের দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়। ইরানের এই হামলার জবাবে বৃহস্পতিবার দেশটিতে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানে হামলার বিষয়েও সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল তেহরান।ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানে হামলার বিষয়েও সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল তেহরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

বিএনপির প্রার্থীকে শোকজ

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

বিএনপিতে যোগ দিলেন জাপা-এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী

পুলিশ সদস্যকে ‘ছুরি’ দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪

ইসলামপন্থিদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করীম

১০

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত?

১১

ঢাকায় পৌঁছালেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

১২

ইউরোপ থেকে বড় দুঃসংবাদ পেল ইরান

১৩

স্বতন্ত্র প্রার্থীর অনুষ্ঠানে হামলা, খাবার লুট

১৪

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নয়: বিসিবি

১৫

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

১৬

গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

১৭

৪৩ পণ্য ও সেবা রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল

১৮

২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করল কমিউনিটি ব্যাংক

১৯

ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

২০
X