পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা দানিয়াল আজিজের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাফরওয়ালের রিটার্নিং অফিসারের (আরও) অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দানিয়াল আজিজের স্ত্রীর নাম মেহনাজ আকবর আজিজ এবং ছেলে মিকাল আজিজ। জাফরওয়ালের রিটার্নিং অফিসার (আরও) এর অফিস থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
এদিকে পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণের পর চলছে গণনা। তবে ভোটগ্রহণের পর দীর্ঘ সময় পার হলেও এখনও ফলাফল না আসায় এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকি ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন ১২টি আসন পেয়েছে। আর ইসরান খানের দল পিটিআই ৯টি আসন পেয়েছে। এ ছাড়া পিপিপি পেয়েছে ৮টি আসন, এবং অন্যান্যরা পেয়েছে ২টি আসন।
এর আগে, বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন পাকিস্তানজুড়ে মোবাইল ফোন সংযোগ স্থগিত করা হয়। এ ছাড়া বোমা হামলা ও নানা সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়ে নির্বাচন। এরপর ভোটগ্রহণ শেষে ফল ঘোষণায় ধীরগতি দেখা যাওয়ায় এসব সহিংসতা এবং ইন্টারনেট সমস্যাকে দায়ী করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। কেন্দ্র থেকে ফল আসতে অস্বাভাবিক ধীরগতির কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও।
যদিও কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলছে, ফল প্রকাশে এই বিলম্ব ভোট কারচুপির লক্ষণ। এবারের নির্বাচনে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বাধ্য হয়ে এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী দিতে হয়েছে ইমরানের দল পিটিআইকে।
মন্তব্য করুন