কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০১:৩৩ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০১:৪৮ এএম
অনলাইন সংস্করণ
আল জাজিরার প্রতিবেদন

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করল যুক্তরাজ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যভিত্তিক কয়েকটি সম্পদ জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

পর্দার আড়ালে সম্পদের পাহাড় গড়া এই প্রভাবশালী রাজনীতিকের বিষয়ে অনুসন্ধান চালিয়ে এসব তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট)।

স্থানীয় সময় বুধবার (১১ জুন) রাতে আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের এনসিএ জানায়, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একাধিক সম্পদের বিরুদ্ধে তারা ‘ফ্রিজিং অর্ডার’ পেয়েছে, যা এখনো চলমান একটি বেসামরিক তদন্তের অংশ। এই ফ্রিজিং অর্ডারের ফলে সেসব সম্পদ তিনি আর বিক্রি করতে পারবেন না।

সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে মানি লন্ডারিং বা অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে। বাংলাদেশের পক্ষ থেকে আইনগত অনুরোধের পরই এনসিএ এই পদক্ষেপ নেয়। উল্লেখ্য, শেখ হাসিনার পতনের পর বর্তমানে বাংলাদেশে দুর্নীতিবিরোধী তদন্ত কার্যক্রম জোরদার হয়েছে।

এর আগে আল জাজিরার প্রচারিত তথ্যচিত্র দ্য মিনিস্টার মিলিয়নস-এ সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের চিত্র প্রথমবার প্রকাশ্যে আসে। সংবাদমাধ্যমটির অনুসন্ধানে উঠে আসে, তিনি যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পত্তির মালিক।

এছাড়াও তার লন্ডনের বিলাসবহুল বাসভবন, সেন্ট জনস উড এলাকায় অবস্থিত, যার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৪৮ কোটি টাকা), সেটিও এনসিএ-র সম্পদ জব্দের আওতায় পড়েছে।

আল জাজিরার গোপন ক্যামেরায় ধারণ করা এক সাক্ষাৎকারে সাইফুজ্জামান নিজেকে শেখ হাসিনার ‘ছেলের মতো’ বলে দাবি করেন এবং বলেন, ‘আমি আসলে ওনার ছেলের মতো। উনি জানেন আমি এখানে (যুক্তরাজ্যে) ব্যবসা করি।’ ওই সাক্ষাৎকারে তিনি তার বিলাসী জীবনযাত্রা, দামি স্যুট এবং ডিজাইনার ‘বেবি ক্রোক’ চামড়ার জুতার প্রতি ঝোঁকের কথাও জানান।

প্রসঙ্গত, চট্টগ্রামের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য সাইফুজ্জামান চৌধুরী যখন মন্ত্রী ছিলেন, তখনই তিনি লন্ডন, দুবাই এবং নিউইয়র্কে ৫০ কোটিরও বেশি ডলারের সম্পদ কেনেন বলে দাবি করেছে আই-ইউনিট। অথচ বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি বছরে মাত্র ১২ হাজার ডলার বৈধভাবে বিদেশে নিতে পারতেন। এই বিপুল সম্পদ তিনি করদাতার বিবরণীতে কখনোই ঘোষণা করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা দেশত্যাগের আগে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়, যার পরিণতিতে বাংলাদেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে, দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্যে অবস্থানরত সাইফুজ্জামান চৌধুরীকে তার বিলাসবহুল বাড়িতে আরামদায়ক জীবনযাপন করতে দেখা যায়, যেখানে তিনি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পাশ দিয়ে হাঁটতে বের হন।

এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, তার বিদেশি সম্পদ দীর্ঘদিন ধরে বৈধ ব্যবসা থেকেই অর্জিত এবং বর্তমানে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনাটি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে আরও দৃঢ় করছে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ঢাকার ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ : ডিএমপি

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

আফগানদের বিপক্ষে চমক রেখে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

এশিয়া কাপের ফাইনাল, মোবাইলে যেভাবে দেখবেন

অভিবাসন কেন্দ্র রক্ষায় পূূর্ণ শক্তি প্রয়োগের তাগিদ ট্রাম্পের

দুই মাস ধরে পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি : তথ্য উপদেষ্টা

মাঝে মাঝেই ঝাপসা দেখছেন? চোখ ক্যানসারের লক্ষণ কি না জেনে নিন

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ককটেল, আতঙ্ক

১০

ষষ্ঠীপূজা সম্পন্ন / মন্দিরে মন্দিরে দেবী ত্রিনয়নী

১১

হাসিনের সুর ও সংগীতে কনার ‘নীরবে’

১২

লালমনিরহাট বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

১৩

দুর্গাপূজার ছুটি ৪ দিন, এ বছর আর ছুটি বাকি কয়দিন

১৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

১৫

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

১৬

এমপিও নিয়ে মাউশির নতুন নির্দেশনা

১৭

পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

১৮

ভিয়েতনাম / টাইফুন আতঙ্কে আড়াই লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বোর্ড সভাপতির নাম প্রকাশ

২০
X