

যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হয়েছেন খসরুজ্জামান খসরু।
সোমবার (১৫ ডিসেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি শিগগিরিই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সর্বশেষ যুক্তরাজ্য কমিটির সভাপতি ছিলেন এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। ৫ আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের পর এরা দুজন দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। এম এ মালিক সিলেট-৩ আসনে এবং কয়সর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
মন্তব্য করুন