কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

আয়রন ডোম ও ট্রান্সজেন্ডারসহ ৪ নির্বাহী আদেশ ট্রাম্পের

চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আরও চারটি নির্বাহী আদেশ দিয়েছেন। এর মধ্যে অন্যতম ছিল মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে ‘আয়রন ডোম’ নির্মাণ এবং ট্রান্সজেন্ডার মতাদর্শ থেকে সশস্ত্র বাহিনীকে মুক্ত করা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জানুয়ারি) দক্ষিণ ফ্লোরিডায় ট্রাম্প তার গলফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সমাবেশে উপস্থিত হয়ে এসব আদেশের কথা ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, আমাদের আরও শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন এবং কিছুক্ষণের মধ্যে আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব। এর মধ্যে প্রথম আদেশে তিনি অত্যাধুনিক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের নির্দেশ দেন।

ট্রাম্প আরও জানান, দ্বিতীয় এবং তৃতীয় আদেশে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করা হবে এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সম্পূর্ণভাবে দূর করা হবে। চতুর্থ আদেশে তিনি কোভিড-১৯ মহামারির সময়ে বাধ্যতামূলক নিয়মাবলি মানতে অস্বীকৃতি জানানোয় প্রায় ৮ হাজার মার্কিন সেনাসদস্যকে পুনর্বহালের নির্দেশ দেন।

এর আগে, ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে ৪২টি নতুন আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে অনেকটি ছিল অভিবাসন ও সামাজিক ইস্যু সম্পর্কিত। তবে, তার সর্বশেষ নির্বাহী আদেশগুলো মূলত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সম্পর্কিত। ট্রাম্প এর আগেও ২০১৭ সালে ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে যোগদানে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেন।

ট্রাম্প তার ২০২৪ সালের পুনর্নির্বাচনী প্রচারণায় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের বিষয়ে বারবার কথা বলেছেন, এমনকি তিনি ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও উন্নত ব্যবস্থা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য এই ধরনের ব্যবস্থা কার্যকর নাও হতে পারে, বিশেষত বৃহৎ দেশ এবং উন্নত অস্ত্রধারী প্রতিপক্ষের মুখে।

এ ছাড়া ট্রাম্পের আয়রন ডোম প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করবে কংগ্রেসের অর্থায়নের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে সহপাঠীসহ ৩ জন রিমান্ডে

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি

হাসনাত-সাদিকসহ অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন যারা

গতি বাড়াতেই বিচ্ছিন্ন হয় বগি, শব্দ পেয়ে ট্রেন থামালেন চালক

দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় যা বললেন আলোচিত ফয়জুল হক

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার 

১০

সিনেমার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

১১

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

১২

চমকে দিলেন ফারিণ

১৩

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

১৪

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

১৫

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

১৬

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

১৭

কনার রহস্যজনক পোস্ট

১৮

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

১৯

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

২০
X