কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে দুটি কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা।

বুধবার (৩০ এপ্রিল) সকালে গাজীপুরের টঙ্গীর খাঁ পাড়া ও শ্রীপুরের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে টঙ্গীর খাঁ পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামের কারখানার দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষের কাছে সকাল সাড়ে ৯টার দিকে গত মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় শ্রমিকরা স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এতে মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, বকেয়া ২০ দিনের বেতন এখনো পাইনি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময় মতো পরিশোধ করেন না। এর আগেও আমাদের টানা পাঁচ দিন সড়কে অবরোধ করতে হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পুলিশ গিয়ে শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে যোগাযোগে করে। পরে শ্রমিকদের বুঝিয়ে আধাঘণ্টা পর মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এদিকে, গাজীপুরের জৈন্য বাজারে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে আধ ঘন্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, বুধবার দুপুর একটার দিকে জৈনা বাজার এলাকায় দাদা গ্রুপের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই : এটিএম আজহার

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার

‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না’

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

১০

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

১১

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

১২

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

১৩

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না : সাইফুল হক

১৪

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

১৫

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

১৭

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

১৮

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

১৯

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X