কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১০

পাকিস্তানের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ সন্ত্রাসী নিহত হয়েছেন। পৃথক অভিযানে তারা নিহত হন।

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রদিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, পোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এতে কেচ জেলার তুরবাত এলাকার কাছে চালানো অভিযানে ৩ সন্ত্রাসী নিহত হন। অভিযানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে তিন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও বেসামরিক নাগরিক হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

নিরাপত্তা বাহিনী এলাকাটিতে আরও সন্ত্রাসী উপস্থিতির আশঙ্কায় পরিচ্ছন্নতা অভিযান (স্যানিটাইজেশন অপারেশন) পরিচালনা করেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাহিনীর পেশাদারত্ব ও সাহসিকতার প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি ও উন্নয়নের শত্রু। সরকার উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে। জাতি নিরাপত্তা বাহিনীর পাশে আছে।

অন্যদিকে জিয়ারত জেলার ছোটির এলাকায় চালানো আরেক অভিযানে ৭ সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চালানো এই অভিযানে চোটির ও সানজাভি এলাকার মাঝামাঝি স্থানে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।

দুই ঘণ্টাব্যাপী চলা গুলিবিনিময়ে সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেডও ব্যবহার করে। পরে ঘটনাস্থল থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়।

জিয়ারতের উপকমিশনার জাকাউল্লাহ দুররানি এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ জিয়ারতের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১০

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১১

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১২

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৩

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৪

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৫

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৬

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৭

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

১৮

কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ

১৯

হৃতিক রোশনের প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’

২০
X