কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে নারীর মৃত্যু, বিমানে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন দম্পতি

কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

মাঝ আকাশে বিমানে এক হঠাৎ বিমানের এক যাত্রীর মৃত্যুর পর ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক দম্পতি। গত সপ্তাহে মেলবোর্ন থেকে কাতারের রাজধানী দোহায় যাওয়ার সময় এমন অবস্থার মুখোমখি হন তারা।

সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন থেকে দোহা যাত্রায় একটি কাতার এয়ারওয়েজ ফ্লাইটে এক দম্পতি চার ঘণ্টা ধরে একজন মৃত মহিলার দেহের পাশে বসে থাকতে বাধ্য হয়েছিলেন। ওই দম্পতির নাম মিচেল রিং এবং জেনিফার কলিন। গত সপ্তাহে তারা মেলবোর্ন থেকে কাতারের রাজধানী দোহায় যাওয়ার সময় এই ঘটনার সম্মুখীন হন। ফ্লাইট চলাকালীন মাঝ আকাশে একজন মহিলা টয়লেট থেকে বেরিয়ে আসেন এবং তাদের সামনে মাটিতে পড়ে যান। পরে তার মৃত্যু হয়। দম্পতি অস্ট্রেলিয়ান নিউজ প্রোগ্রাম এ কারেন্ট অ্যাফেয়ার-কে জানান, তারা (কেবিন ক্রু) সবকিছু করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মহিলাটিকে বাঁচানো যায়নি, যা দেখতে বেশ হৃদয়বিদারক ছিল।

রিং বলেন, ফ্লাইট ক্রু তারপর ফ্লাইটের বাকি চার ঘণ্টার জন্য মহিলার দেহটি দম্পতির পাশের একটি খালি সিটে রাখে। তিনি বলেন, তারা কিছুটা হতাশ দেখাচ্ছিল, তারপর তারা আমাকে দেখল এবং দেখল যে আমার পাশে সিট খালি আছে, আমার স্ত্রী অন্য দিকে ছিলেন, আমরা চারজনের একটি সারিতে বসে ছিলাম। তারা বলল, ‘আপনি কি সরে যেতে পারেন?’ এবং আমি বললাম, ‘হ্যাঁ, কোনো সমস্যা নেই।’ তারপর তারা মহিলাটির দেহটি আমার বসা সিটে রাখে।

কাতার এয়ারওয়েজ বুধবার একটি বিবৃতিতে বলে, মেলবোর্ন থেকে দোহায় যাওয়ার সময় ফ্লাইটে মারা যাওয়া যাত্রীর পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা। মারা যাওয়া যাত্রীর পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছি। তবে মৃত যাত্রীর পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করতে এয়ারলাইনটি প্রথমে রাজি হয়নি।

দম্পতি বলেন, ফ্লাইট ক্রু তাদের বাকি ফ্লাইটের জন্য সিট পরিবর্তন করতে দেয়নি এবং অবতরণের সময় মেডিকেল স্টাফরা দেহটি নিয়ে কাজ করার সময় তাদের বসে থাকতে বলে। তারা আরও বলেন যে ঘটনার পরে কাতার এয়ারলাইনস তাদের কোনো ধরনের সহায়তা প্রদান করেনি।

রিং বলেন, গ্রাহক এবং কর্মীদের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল, আপনাদের কি কোনো সহায়তা দরকার, কাউন্সেলিং দরকার কিনা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে এবং তাদের উদ্বেগের সমাধান করার চেষ্টা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১০

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১১

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১২

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৩

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৪

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৫

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৬

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৭

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৮

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৯

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X