কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে নারীর মৃত্যু, বিমানে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন দম্পতি

কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

মাঝ আকাশে বিমানে এক হঠাৎ বিমানের এক যাত্রীর মৃত্যুর পর ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক দম্পতি। গত সপ্তাহে মেলবোর্ন থেকে কাতারের রাজধানী দোহায় যাওয়ার সময় এমন অবস্থার মুখোমখি হন তারা।

সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন থেকে দোহা যাত্রায় একটি কাতার এয়ারওয়েজ ফ্লাইটে এক দম্পতি চার ঘণ্টা ধরে একজন মৃত মহিলার দেহের পাশে বসে থাকতে বাধ্য হয়েছিলেন। ওই দম্পতির নাম মিচেল রিং এবং জেনিফার কলিন। গত সপ্তাহে তারা মেলবোর্ন থেকে কাতারের রাজধানী দোহায় যাওয়ার সময় এই ঘটনার সম্মুখীন হন। ফ্লাইট চলাকালীন মাঝ আকাশে একজন মহিলা টয়লেট থেকে বেরিয়ে আসেন এবং তাদের সামনে মাটিতে পড়ে যান। পরে তার মৃত্যু হয়। দম্পতি অস্ট্রেলিয়ান নিউজ প্রোগ্রাম এ কারেন্ট অ্যাফেয়ার-কে জানান, তারা (কেবিন ক্রু) সবকিছু করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মহিলাটিকে বাঁচানো যায়নি, যা দেখতে বেশ হৃদয়বিদারক ছিল।

রিং বলেন, ফ্লাইট ক্রু তারপর ফ্লাইটের বাকি চার ঘণ্টার জন্য মহিলার দেহটি দম্পতির পাশের একটি খালি সিটে রাখে। তিনি বলেন, তারা কিছুটা হতাশ দেখাচ্ছিল, তারপর তারা আমাকে দেখল এবং দেখল যে আমার পাশে সিট খালি আছে, আমার স্ত্রী অন্য দিকে ছিলেন, আমরা চারজনের একটি সারিতে বসে ছিলাম। তারা বলল, ‘আপনি কি সরে যেতে পারেন?’ এবং আমি বললাম, ‘হ্যাঁ, কোনো সমস্যা নেই।’ তারপর তারা মহিলাটির দেহটি আমার বসা সিটে রাখে।

কাতার এয়ারওয়েজ বুধবার একটি বিবৃতিতে বলে, মেলবোর্ন থেকে দোহায় যাওয়ার সময় ফ্লাইটে মারা যাওয়া যাত্রীর পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা। মারা যাওয়া যাত্রীর পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছি। তবে মৃত যাত্রীর পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করতে এয়ারলাইনটি প্রথমে রাজি হয়নি।

দম্পতি বলেন, ফ্লাইট ক্রু তাদের বাকি ফ্লাইটের জন্য সিট পরিবর্তন করতে দেয়নি এবং অবতরণের সময় মেডিকেল স্টাফরা দেহটি নিয়ে কাজ করার সময় তাদের বসে থাকতে বলে। তারা আরও বলেন যে ঘটনার পরে কাতার এয়ারলাইনস তাদের কোনো ধরনের সহায়তা প্রদান করেনি।

রিং বলেন, গ্রাহক এবং কর্মীদের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল, আপনাদের কি কোনো সহায়তা দরকার, কাউন্সেলিং দরকার কিনা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে এবং তাদের উদ্বেগের সমাধান করার চেষ্টা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ব্র্যাকে চাকরির সুযোগ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

সন্ত্রাস-মাদকমুক্ত নিরাপদ দেশ গড়তে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে : হাবিব

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

১০

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

১১

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

১২

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

১৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

১৪

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৫

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১৬

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১৭

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১৮

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৯

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০
X