মৃত্তিকা সাহা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

সংকটেও মুনাফা বৃদ্ধি অধিকাংশ ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক
সংকটেও মুনাফা বৃদ্ধি অধিকাংশ ব্যাংকের

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে ছাত্র আন্দোলন ও সরকার পতনকে কেন্দ্র করে চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছে। একই সময়ে বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংকিং খাতকে খাদের কিনারে ফেলে দেওয়ার চিত্র উন্মোচিত হয়। এতে গ্রাহকের আস্থাও কমতে শুরু করে। সঙ্গে স্বাভাবিক গতি হারায় দেশের ব্যবসা-বাণিজ্যেও। এত সংকটের মধ্যেও পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংকের মুনাফাই বেড়েছে। কিছু ব্যাংকের কমেছে। আর কয়েকটিতে লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠানো ব্যাংকগুলোর ইপিএসের তথ্য এবং আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য জানা যায়।

তৃতীয় প্রান্তিকে অর্থাৎ গত (জুলাই-সেপ্টেম্বর) সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১৭টি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। ১০টির কমেছে। আর চরম সংকটে থাকা ৯টি ব্যাংকে লোকসান হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকের আস্থার ওপর নির্ভর করে ব্যাংকের ব্যবসা। গ্রাহকের আস্থা থাকলে আমানত বাড়বে এবং ব্যাংক ভালো ব্যবসা করবে—এটাই স্বাভাবিক। না থাকলে সেই ব্যাংক কখনোই ভালো ব্যবসা করতে পারবে না। মূলত সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য থেকে আয় এবং সুদহারের সীমা প্রত্যাহারে ব্যাংকগুলোর আয় বেড়েছে বলেও জানা যায়।

এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক ও আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ কালবেলাকে বলেন, যেসব ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা আছে, সেসব ব্যাংকেই মুনাফা বেড়েছে। কারণ দুর্বল ব্যাংকের আমানতও এসব ব্যাংকে চলে এসেছে। তিনি আরও বলেন, যদিও দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। একই বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, মূলত সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য থেকে আয় এবং সুদহারের সীমা প্রত্যাহারে ব্যাংকগুলোর আয় বেড়েছে। আর যেসব ব্যাংক পারছে না তাদের লোকসান গুনতে হয়েছে।

ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সর্বোচ্চ মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা বেড়েছে ৪২৯ কোটি ২১ লাখ টাকা। পূবালী ব্যাংকের বেড়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া মুনাফা বৃদ্ধি পাওয়া অন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, এসবিএসি ব্যাংক, রূপালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

ব্যাংকগুলোর অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদক অনুসারে, ব্র্যাক ব্যাংক ১ হাজার ১০ কোটি ৬২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮১ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪২৯ কোটি ২১ লাখ টাকা বা ৭৪ শতাংশ। পূবালী ব্যাংক ৪৪৫ কোটি ৮৭ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩৪ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১১১ কোটি ৪৩ লাখ টাকা বা ৩৩ শতাংশ। এনসিসি ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২০১ কোটি ৫১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৬ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা বা ১০৮ শতাংশ। প্রিমিয়ার ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৫ কোটি টাকা বা ১৫ শতাংশ। সিটি ব্যাংক ২০১ কোটি ২৩ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪২ কোটি ৫ লাখ টাকা। উত্তরা ব্যাংক ১২১ কোটি ৮১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছর ছিল ৭৫ কোটি ২৬ লাখ টাকা। ওয়ান ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫৬ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে। এ ছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ১১৭ কোটি ৮২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ কোটি ৩০ লাখ টাকা। যমুনা ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১০৫ কোটি ৫৫ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ কোটি ৪২ লাখ টাকা। এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি ২৮ লাখ টাকা বা ১৫৫ শতাংশ। ইউসিবি ব্যাংক ৯৮ কোটি ৪৯ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ২২ কোটি ৮৯ লাখ টাকা বা ৩০ শতাংশ বেশি। শাহজালাল ইসলামী ব্যাংক ১১৭ কোটি ৫৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসেবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২১ কোটি ৩০ লাখ টাকা বা ২২ শতাংশ। মিউচুয়াল ট্রাস্ট ৯০ কোটি ১১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮২ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৭ কোটি ২৩ লাখ টাকা বা ৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংক ১২৩ কোটি ৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৭ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫ কোটি ১৪ লাখ টাকা বা ৪ শতাংশ। স্ট্যান্ডার্ড ব্যাংক ১৮ কোটি ৯০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২ কোটি ৬৬ লাখ টাকা বা ১৬ শতাংশ। এনআরবিসি ব্যাংক ১১ কোটি ২৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ কোটি ৭১ অর্থাৎ ব্যাংকটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। প্রাইম ব্যাংক তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা করেছে ৫১০ কোটি টাকা। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে। একই সময়ে ইসলামী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়াকে লোকসান গুনতে হয়েছে। লোকসানে পড়া অধিকাংশ ব্যাংকই এতোদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের নিয়ন্ত্রণে ছিল। এসব ব্যাংক থেকে লুটপাট করে প্রায় লাখ কোটি টাকার ওপরে নিয়ে লাপাত্তা এস আলম, যার খেসারত দিতে হয়েছে ব্যাংকগুলোকে। ফলে এসব ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে তাদের তারল্য সরবরাহের ব্যবস্থা করছে। মুনাফা কমা এবং লোকসানে পড়া এসব ব্যাংকের কর্মীদের বেতন-ভাতায়ও কাটছাঁট করেছে বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

১০

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১১

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১২

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১৩

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৪

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৫

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৬

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৭

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৮

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৯

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

২০
X