প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন করেছে নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আইপিওর প্রসপেক্টাসে ঘোষিত ভবন নির্মাণের পরিবর্তে সেই টাকায় কোম্পানির কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার হবে।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩১ জুলাই কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
আইপিওর অর্থ ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন। তাই আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।
মন্তব্য করুন