

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল যুবক হঠাৎ করে গাড়িটির ওপর হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। হামলায় প্রচার গাড়িতে থাকা দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল বলেন, ‘হামলার ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন