

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করা নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যেই এবার লাতিন আমেরিকার আরও তিন দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর এবার তার নিশানায় কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবা। এ দেশগুলোকে মাদক ব্যবসার আঁতুড়ঘর বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই জানিয়েছেন, মাদক পাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কাউকেই ছাড় দেবে না। মাদক সন্ত্রাস ঠেকাতে যা প্রয়োজন, তা করতেও পিছপা হবেন না তিনি।
ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে এ দেশগুলোরও। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ার করে দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি যেন নিজের ‘পশ্চাদ্দেশ’ সামলে চলেন।
মন্তব্য করুন